ওড়িশা: ১৬ অগাস্ট থেকে খুলছে পুরীর জগন্নাথের মন্দির। তবে প্রথম দফায় ১৬ থেকে ২০ অগাস্ট পর্যন্ত শুধুমাত্র পুরীর বাসিন্দাদেরই মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। এরপর ধাপে ধাপে সব দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, প্রতি শনি ও রবিবার বন্ধ থাকবে দর্শন। সপ্তাহে ৫ দিন সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত মন্দিরের দরজা পুণ্যার্থীদের জন্য খোলা থাকবে। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, কোভিড বিধি মেনেই চলবে দর্শন। 


পাশাপাশি আগামী ১৮ অগাস্ট থেকে খুলছে বেলুড় মঠ। সকাল ৮ থেকে ১১, বিকেল ৪ থেকে ৫.৪৫ মিনিট পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠের দরজা।  তবে কিছু শর্ত মেনেই ঢুকতে পারবেন দর্শনার্থীরা। দুটি ডোজের শংসাপত্র বা ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর রিপোর্ট নিয়ে যেতে হবে। পরিচয়পত্রের সঙ্গে টিকাকরণ শংসাপত্র বা আরটিপিসিআর রিপোর্ট  নিয়ে গেলে ঢুকতে পারবেন দর্শনার্থীরা। এছাড়া সেইসঙ্গে করোনা সংক্রান্ত স্বাস্থ্য বিধি যেমন, মাস্ক পরা, থার্মাল স্ক্রিনিং, স্যানিটাইজার ব্যবহার, শারীরিক দূরত্ব বিধি মেনে চলতে হবে দর্শনার্থীদের।


গত ৩১ জুলাই থেকেই খুলে গিয়েছে কালীঘাট মন্দির। গর্ভগৃহ দর্শন করতে পারছেন পুণ্যার্থীরা। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, সকাল ৬টা থেকে বেলা ১২টা ও বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে গর্ভগৃহ। দর্শনের পাশাপাশি ফুল-মিষ্টি নিয়ে পুজোও দিতে পারবেন পুণ্যার্থীরা। তবে মন্দিরে ঢুকতে গেলে সমস্ত রকম কোভিড বিধি মেনে চলতে হবে বলে জানিয়েছে কালীঘাট মন্দির কর্তৃপক্ষ। 


শুরুতে কোভিড আবহে প্রায় একমাসের বেশি সময় বন্ধ ছিল মন্দির। গত ১৬ মে থেকে রাজ্য সরকারের বিধি নিষেধ মেনে ভক্তদের জন্য দ্বার বন্ধ করা হয়েছিল মন্দিরের। ৩৭ দিন পর ২২ জুন  খুলে দেওয়া হয় কালীঘাট মন্দির। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভক্তরা মন্দিরে প্রবেশ করার অনুমতি ছিল মন্দিরে। তবে মন্দির কর্তৃপক্ষের সিদ্ধান্তে তখন গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। উল্লেখ্য, ভক্তদের জন্য বন্ধ থাকলেও পুজো, সন্ধ্যা আরতি, ভোগ নিবেদনের মতো মন্দিরের সমস্ত কাজ চালু ছিল।