কলকাতা: অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে সঙ্গীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায় (Paushali Banerjee)। আজ সকালে অনুষ্ঠানে যাওয়ার পথে বেথিয়াডহরির কাছে নাকাশিপাড়ায় তাঁর মিউজিশিয়নদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। একটি গাড়ি পিছন থেকে এসে ধাক্কা মারে পৌষালীর মিউজিশিয়নদের গাড়িকে। সঙ্গীতশিল্পীর চোট লাগলেও তা গুরুতর নয় বলে জানা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় নিজেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির ছবি শেয়ার করে নিয়েছেন পৌষালী। তুবড়ে গিয়েছে কালো রঙের এসইউভির সামনের অংশ। আর এই দৃশ্য দেখার পর থেকেই উদ্বিগ্ন হয়েছেন পৌষালীর অনুরাগীরা। অনেকেরই জানতে চেয়েছেন, তিনি কেমন আছেন। পৌষালীর সফর শুরু হয়েছিল 'সারেগামাপা'-র মঞ্চ থেকে। এখন তাঁর জনপ্রিয়তা বেড়েছে, মুক্তি পেয়েছে একাধিক অ্যালবামও। তাঁর দরাজ গলার গান বিভিন্ন শো-এ বেশ জনপ্রিয়তা পায়। আর শুক্রবার, একটি শো-তে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে।
পৌষালী জানিয়েছেন, তাঁদের গাড়ি নিয়ম মেনেই চলছিল। হঠাৎ অন্য একটি গাড়ি ইন্ডিকেটর না দিয়ে বাঁ দিক থেকে ডানদিকে চলে আসে। এক্কেবারে পৌষালীদের গাড়ির সামনে। টাল সামলাতে না পেরে সঙ্গীতশিল্পীর গাড়ি আর ওই গাড়ি ধাক্কা খায়। সম্ভবত ওই গাড়ির চালকের অপটু হাতে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা পৌষালীর। আহত হয়েছেন পৌষালীর গাড়ির চালক, ও সাউন্ড ম্যান। কাছের একটি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। আপাতত পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে বলে জানিয়েছেন সঙ্গীতশিল্পী।
তবে এই বিপদের সম্মুখীন হয়েও শো-বাতিল করেননি পৌষালী। আজ সন্ধে ৬টার সময় তাঁর নিয়মমাফিক অনুষ্ঠান হবেন বলেই জানা গিয়েছে। নির্দিষ্ট স্থানে ইতিমধ্যেই নিজের টিম নিয়ে পৌঁছে গিয়েছেন তিনি। পৌষালীর মতে, শিল্পীদের জীবন এমনই হয়। শত অসুবিধার পরেও দর্শকদের মনরঞ্জন করা তাঁর কর্তব্য। আর তাই, দুর্ঘটনার পরেও শো বাতিল করতে চাননি পৌষালী। তিনি নিজে যখন সুস্থ রয়েছেন ও জানেন তাঁর গলায় গান শোনার অপেক্ষায় রয়েছেন হাজার হাজার দর্শক... তখন তিনি শো-কেই প্রাধান্য দিয়েছেন। গুরুতর কিছু হলে অবশ্য শো বাতিল করা ছাড়া উপায় ছিল না তাঁর তবে। তাঁর বা তাঁর টিমের আঘাত তেমন গুরুতর নয় বলেই শো করার সিদ্ধান্ত সঙ্গীতশিল্পীর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।