হায়দরাবাদ: ‘গ্রিন ইন্ডিয়া’ চ্যালেঞ্জ দিয়েছিলেন কাকা ও প্রবীণ অভিনেতা কৃষ্ণম রাজু। তা গ্রহণ করলেন অভিনেতা প্রভাস। ‘বাহুবলী’-তে অভিনয়ের পর থেকে তুঙ্গে এই অভিনেতার জনপ্রিয়তা। তিনি কী করছেন, তা নিয়ে ভক্তদের সবসময়ই কৌতূহল। তাঁরা জেনে খুশি হবেন, প্রভাস টিআরএস সাংসদ জে সন্তোষ কুমারের মস্তিষ্কপ্রসূত গ্রিন ইন্ডিয়া চ্যালেঞ্জের তৃতীয় দফার সূচনা করে হায়দরাবাদে নিজের বাসভবনে তিনটে গাছ লাগিয়েছেন। সন্তোষ কুমারের উপস্থিতিতে বৃক্ষরোপণ করে তিনি একটি বড় ঘোষণাও করেছেন। তা হল, সন্তোষ কুমার যেখানে বলবেন, সেখানেই তিনি ১০০০ একর বনজঙ্গলের জমি দত্তক নেবেন, তার উন্নয়ন ঘটাবেন। প্রভাস বলেছেন, সন্তোষ কুমার যে কিরা ফরেস্ট ডেভেলপমেন্ট উদ্যোগ নিয়েছেন, তাতে আমি অনুপ্রাণিত হয়েছি। তিনি ওই জঙ্গল দত্তক নিয়েছেন। ওনার দর্শন, তার নীরব রূপায়ণ আমায় মুগ্ধ করেছে।
প্রভাস অন্যদেরও ওই সাংসদের দৃষ্টান্ত অনুসরণের আবেদন করে আশা প্রকাশ করেছেন যে, তাঁর অনুগামীরা গোটা রাজ্যে, অন্যত্রও গাছ লাগানোর কর্মসূচিতে সামিল হয়ে কোটি কোটি বৃক্ষরোপন করবেন। রামচরণ, রানা দাগ্গুবতী, শ্রদ্ধা কপূরের মতো অভিনেতা, অভিনেত্রীদের এই চ্যালেঞ্জ গ্রহণের আবেদন করেন প্রভাস।
সন্তোষ কুমার নায়কের প্রশংসা করে বলেন, প্রভাস হৃদয়বান, নরম মনের মানুষ, সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভাল বোঝেন। গ্রিন ইন্ডিয়া চ্যালেঞ্জ গ্রহণ ও বনজঙ্গল সংরক্ষণের প্রস্তাব দারুণ উত্সাহব্যাঞ্জক। প্রভাস এই কর্মসূচির তৃতীয় দফার সূচনা করায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।