কলকাতা: তাঁর জন্ম হয়েছিল প্রযোজক পরিবারেই। বাবা উপ্পালাপতি সূর্য নারায়ণ রাজু পেশায় ছিলেন প্রযোজক। জন্ম থেকেই তাই তাঁর যোগ ছিল রুপোলি পর্দার সঙ্গে। কিন্তু ধীরে ধীরে এই অভিনেতাই যে খ্যাতির কার্যত শীর্ষে পৌঁছে যাবেন, তা বোধহয় জন্মের পরে আন্দাজ করতে পারেননি কেউই। তাঁর নামের সঙ্গে বাহুবলী (Baahubali) আখ্যা জুড়ে দিয়েছিল ছবির সাফল্যই। এরপর আর তাঁকে ঘুরে তাকাতে হয়নি। দেশের অন্যতম ধনী ও বিখ্যাত তারকার মধ্যে একজন তিনি। আজ.. প্রভাসের (Prabhash) জন্মদিন। 


১৯৭৯ সালে প্রভাসের জন্ম হয়েছিল প্রভাসের। বাবা-মা ছাড়াও প্রভাসের দাদা ও দিদি রয়েছেন। হায়দরাবাদের নালন্দা কলেজ থেকে নিজের পড়াশোনা শেষ করেছেন প্রভাস। সত্যানন্দ ফিল্ম ইন্সটিটিউড থেকেও পড়াশোনা করেছিলেন প্রভাস। পর্দার 'বাহুবলী'-র প্রথম ছবি ছিল ২০০২ সালে। 'ঈশ্বর' ছবির হাত ধরেই রুপোলি পর্দার সঙ্গে তাঁর পরিচয়। এর পরের বছরেই, অর্থাৎ ২০০৩ সালে তিনি 'রাঘবেন্দ্র' ছবিতে প্রথম মুখ্যভূমিকায় অভিনয় করেন প্রভাস। ২০০৫ সালে এস এস রাজামৌলির সঙ্গে প্রথমবার কাজ করেন তিনি। এই ছবিতে এক রিফিউজির ভূমিকায় অভিনয় করেন তিনি।


এরপর ২০১২ সালে 'রেবেল' ছবিতে অভিনয় করেন প্রভাস। এরপর একাধিক ছবিতে কাজ করেন তিনি। কিন্তু প্রভাসের খ্যাতিকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছিল, সেটি হল 'বাহুবলী' (বাহুবলী দ্য বিগিনিং)। সালটা ২০১৫ রাজা মৌলীর প্রযোজনায় এই ছবি বিভিন্ন ভাষায় সম্প্রচারিত হয়েছিল গোটা দেশে। এই ছবিই প্রভাসের খ্যাতিকে ছড়িয়ে দেয় গোটা দেশে। ২০১৫ সালের পরে ২০১৭ সালে মুক্তি পায় বাহুবলীর সিক্যুয়াল (বাহুবলী ২)। এটিই প্রথম ছবি যেটি ১০ দিনে ১০০ কোটির ব্যবসা করেছিল। এই ছবির জন্য একাধিক পুরস্কার পান প্রভাস। শোনা যায়, বাহুবলীর জন্য ওজন বাড়িয়ে ১০৫ কেজি করেছিলেন প্রভাস।


তবে বলিউডে পা রাখার পরে, তাঁর হিন্দি ছবি সাফল্যে মুখ দেখেনি বললেই চলে। 'শাহো' (Shaho) মুখ থুবড়ে পড়েছে। সাফল্যের মুখ দেখেনি বিগ বাজেট ছবি আদিপুরুষ (Adipurush)-ও। এখন প্রভাসের বাজি 'প্রজেক্ট কে' (Project K) ও 'সালার' (Salaar)। ২২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা প্রভাসের নতুন এই ছবির। গত সপ্তাহে, নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হঠাৎ গায়েব করে দিয়েছিলেন প্রভাস। কেন, তা তিনি জানাননি। জন্মদিনে দেখা গেল, ইনস্টাগ্রামে স্বমহিমায় রয়েছে তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্ট। 


 






আরও পড়ুন: Bipasha Basu: দেবীর দেবী-দর্শন, বিপাশা মেয়েকে চেনালেন দূর্গা, লক্ষ্মী, সরস্বতী...