মুম্বই: নতুন জুটি পাচ্ছে বলিউড। শুরু হল নাগ অশ্বিন পরিচালিত ছবির শ্যুটিং। এই ছবির জন্যই প্রথমবার জুটি বাঁধছেন দক্ষিণী তারকা প্রভাস ও দীপিকা পাড়ুকোন। এই ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চনও। ছবিটি ঘোষণা হওয়ার পর থেকেই অধীর অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। তবে এখনও পর্যন্ত ঠিক হয়নি ছবির নাম। সূত্রের খবর, আপাতত ছবিটির নাম 'কে'। তবে এই নাম পরিবর্তন হতেও পারে বলে জানা গিয়েছে।
আজ সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং শুরুর একটি ছবি শেয়ার করেন বাহুবলী খ্যাত প্রভাস। সেখানে দেখা গিয়েছে প্রোজেক্ট কে লেখা ক্ল্যাপবোর্ড ধরে রয়েছে দুটি হাত। প্রভাস লিখছেন, 'গুরু পূর্ণিমায় আমি ভারতীয় সিনেমার গুরুর জন্য প্রথম ক্ল্যাপ করার সুযোগ পেলাম। এবার এটা শুরু হল।' সেইসঙ্গে প্রভাস জুড়ে দিয়েছেন হ্যাশট্যাগ প্রোজেক্ট কে লেখাটিও।
সূত্রের খবর, ছবিতে প্রথম কয়েকটা দিন অমিতাভ বচ্চনের শ্যুটিং রয়েছে। তাঁর ও কিছু সহ অভিনেতার গুরুত্বপূর্ণ কিছু সিন শ্যুট করে নেওয়া হবে আগে। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রোজেক্ট কে-এর শ্যুটিং। তবে প্রভাসের শ্যুটিং শুরু হবে আরও কিছুদিন পর থেকে।
এই ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করবেন বলিউডের 'পদ্মাবতী' দীপিকা পাড়ুকোন। এই দুই অভিনেতা-অভিনেত্রীরই নিজের নিজের প্রচুর অনুরাগীদের সংখ্যা প্রচুর। ছবিটির জন্য তাই অপেক্ষা করে রয়েছেন অনেকেই। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন 'বৈজয়ন্তী মুভিজ'এর প্রযোজক অশ্বিনী দত্ত।
অন্যদিকে এই ছবিটি ছাড়াও আগামীতে রাধে শ্যাম, আদিপুরুষ ও সালার ছবিগুলিতে দেখা যাবে প্রভাসকে। রাধে শ্যাম ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। নায়িকার জন্মদিনে নতুন ছবিতে তাঁর ফার্স্ট লুক ও চরিত্রের নাম সামনে এনেছিলেন প্রভাস। সোশ্যাল মিডিয়ায় পূজার রেট্রো লুকে একটি ছবি পোস্ট করেছেন নায়ক। সেখানে প্রকাশ পেয়েছে তাঁর চরিত্রের নাম প্রেরণা। তাঁর অন্য ছবি সালার,-কে পুরো ভারতজুড়ে পাঁচটি ভাষায় মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।