টোকিও: টোকিও অলিম্পিক্সে ভারতের নাম উজ্জ্বল করেছেন মীরাবাই চানু। ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছেন তিনি। কর্ণম মালেশ্বরীর পর ২১ বছর পর অলিম্পিক্সের মঞ্চ থেকে পদক জয় ভারতের। আর ইতিহাস তৈরি করার পরই ট্যুইটারে পদক জয়ের অনুভূতি প্রকাশ করলেন চানু। নিজের ট্যুইটার হ্যান্ডেলে দীর্ঘ বিবৃতি দিয়ে মীরাবাই চানু বলেন, ‘‘এটা আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। এই পদক আমি আমার দেশবাসীকে উৎসর্গ করতে চাই। এছাড়াও অসংখ্য ক্রীড়াবিদ যারা আমার এই সফরে আমার সঙ্গে সব সময়ে রয়েছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। মায়ের প্রতি আমি কৃতজ্ঞ থাকব। উনি আমার জন্য অনেক আত্মত্যাগ করেছেন। সরকারের প্রতিও আমি কৃতজ্ঞ। ধন্যবাদ জানাতে চাই সাই, ক্রীড়ামন্ত্রক, ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন, ওয়েটলিফটিং ফেডারেশন অফ ইন্ডিয়া, রেলওয়েজ, স্পনসর সবাইকে। আমার এই চলার পথে তাঁদের অবদান অনস্বীকার্য। আলাদা করে আমি আমার কোচ বিজয় শর্মা স্যার ও সব সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ জানাতে চাই। ওঁনারা আমাকে প্রতি মুহূর্তে আত্মবিশ্বাস জুগিয়ে গিয়েছেন। আমার সঙ্গেই পরিশ্রমও করেছেন। ভারোত্তোলনের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানাতে চাই। জয় হিন্দ।’’


উল্লেখ্য, এদিন ভারোত্তোলনে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২০২ কেজি ওজন তুলে রুপো জিতলেন মীরাবাঈ চানু। মহিলাদের ৪৯ কেজি বিভাগে প্রথমে স্ন্যাচে ৮৭ কেজি ওজন তোলেন ভারতীয় ভারোত্তোলক। পরে ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৫ কেজি ওজন তোলেন তিনি। সব মিলিয়ে ২০২ কেজি ওজন তোলেন মীরাবাঈ চানু।


ক্লিন অ্যান্ড জার্কে ১১৭ কেজি তোলার চেষ্টা করেছিলেন মীরাবাঈ চানু। কিন্তু ব্যর্থ হন। তবু রুপোর পদক জয় নিশ্চিত করে ফেলেন তিনি। ৪৯ কেজি বিভাগে সোনা জিতলেন চিনের হাউ ঝিহুই। স্ন্যাচে ৯৪ কেজি ওজন তুলে অলিম্পিক্স রেকর্ড গড়েন তিনি। ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ কেজি ওজন তুলেও অলিম্পিক্সে নতুন রেকর্ড গড়েন তিনি। সব মিলিয়ে ২১০ কেজি ওজন তোলেন চিনের ভারত্তোলক। যা অলিম্পিক্স রেকর্ড।