'বাহুবলী-২' র সাফল্যের পর কত টাকা পারিশ্রমিক চাইছেন প্রভাস জানেন? শুনলে চোখ কপালে উঠবে!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Jun 2017 03:15 PM (IST)
নয়াদিল্লি: 'বাহুবলী ২: দ্য কনক্লিউশন'-এর বক্স অফিস সাফল্যের পর কার্যত বিনোদন দুনিয়ার নয়নের মণি প্রভাস। তাঁর বাড়ির বাইরে প্রযোজক-পরিচালকদের লম্বা লাইন। গত পাঁচ বছর ধরে এই ছবির জন্যে তাঁর একনিষ্ঠ পরিশ্রমের ফল আজ তিনি পাচ্ছেন। সাফল্যের শিখরে পৌঁছে ইদানিংকালে প্রভাস কত টাকা পারিশ্রমিক দাবি করছেন জানেন? আশি কোটি। হ্যাঁ ঠিকই দেখছেন আশি কোটি। এদিকে বলিউডেও তাঁকে নিয়ে কর্ণ জোহর ছাড়াও রোহিত শেঠ্ঠির কাজ করার খবর শোনা যাচ্ছে। সূত্রের খবর, রোহিতের সেই ছবিতে প্রভাসের সঙ্গে হয়তো কাজ করবেন সলমন খানও। যদিও কোনও তরফেই এই খবরের সত্যতা এখনও স্বীকার করা হয়নি।