নয়াদিল্লি: বহু বিতর্ক, বহু অপেক্ষার পর অবশেষে দিন এগিয়ে আসছে 'আদিপুরুষ' (Adipurush) ছবির মুক্তির। উত্তেজনাও বাড়ছে অনুরাগীদের মধ্যে। ১৬ জুন ছবির মুক্তি। ইতিমধ্যেই শোনা যাচ্ছে দেশে ছবির অগ্রিম টিকিট বুকিং শুরুর তারিখ (advance ticket booking)। কবে থেকে মিলবে 'আদিপুরুষ' ছবির টিকিট?


কবে থেকে শুরু হবে 'আদিপুরুষ' ছবির অগ্রিম টিকিট বুকিং?


১৬ জুন 'আদিপুরুষ' মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। ইতিমধ্যেই দেশের বাইরে শুরু হয়ে গিয়েছে টিকিটের অগ্রিম বুকিং। মিলেছে বিপুল সাড়া। খুব দ্রুত বুক হয়েছে বিদেশে 'আদিপুরুষ' ছবির টিকিট। এদিকে দেশের দর্শকের মধ্যেও বাড়ছে উত্তেজনা। এই আবহেই ১১ জুন থেকে শুরু হচ্ছে দেশে 'আদিপুরুষ' ছবির টিকিটের অগ্রিম বুকিং। সাধারণত যে শুক্রবার ছবির মুক্তির কথা থাকে, সেই বুধবার থেকে অগ্রিম বুকিং শুরু হয়। তবে এই ছবির ক্ষেত্রে, দর্শকের বিপুল চাহিদার কথা মাথায় রেখেই আগামী রবিবার অর্থাৎ ১১ তারিখ থেকেই কাটা যাবে টিকিট। প্রায় পাঁচদিন সময় মিলবে অগ্রিম টিকিট বুক করার। 


এদিন 'আদিপুরুষ' ছবির অফিসিয়াল পেজ থেকে ঘোষণা করা হয়, 'আদিপুরুষের দুনিয়া রয়েছে অপেক্ষায়। মহাকাব্যিক এই অভিজ্ঞতায় সামিল হতে প্রথম সারিতে আসুন। এই রবিবারই শুরু হচ্ছে অগ্রিম বুকিং!' বিশ্বজুড়ে ১৬ জুন মুক্তি পাবে 'আদিপুরুষ'। 


 






প্রাথমিক হিসেব অনুযায়ী, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাজারে এই ছবি বাম্পার ওপেনিং করতে চলেছে। কারণ ছবি মুক্তির সাত দিন আগেই, অগ্রিম বুকিংয়ের মাধ্যমে ৮টি লোকেশনে 'আদিপুরুষ' ১৬ হাজার ডলার আয় করে ফেলেছে। এই আয় ছাপিয়ে গেছে ৬ লোকেশনে 'কেজিএফ চ্যাপ্টার ২'-এর প্রাথমিক আয় ২৯০০ ডলারকে। রাম ও সীতার চরিত্রে প্রভাস ও কৃতীর জুটি ইতিমধ্যেই হিট সোশ্যাল মিডিয়ায়। তার ওপর সেন্সর বোর্ড এই ছবিকে U সার্টিফিকেট দিয়ে দেওয়ায় সপরিবারে দেখা যাবে 'আদিপুরুষ'। 


আরও পড়ুন: Travel Destination: গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন ঠান্ডা 'ট্যুরিস্ট স্পট' থেকে, রইল ৮ 'অফবিট' সন্ধান


পৌরাণিক ড্রামা ঘরানার ছবি 'আদিপুরুষ' তৈরি হয়েছে রামায়ণের ওপর নির্ভর করে। এই ছবির লেখক ও পরিচালক ওম রাউত। ছবিতে রামচন্দ্রের চরিত্রে দেখা যাবে প্রভাসকে, সীতার চরিত্রে কৃতী শ্যানন ও লক্ষ্মণের চরিত্রে সানি সিংহকে দেখা যাবে। রাবণের চরিত্রে দেখা যাবে সেফ আলি খানকে। বহু বিতর্কের পর গত মাসে মুক্তি পায় ছবির ট্রেলার। ভাল সাড়াও পায় ট্রেলারটি। 


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial