মুম্বই: আজ জন্মদিন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শেট্টির (Anushka Shetty)। 'বাহুবলী' মুক্তি পাওয়ার পর যেমন মুখ্য চরিত্রে অভিনয় করা প্রভাস আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন, তেমনই ওই ছবিরই অন্যতম মুখ্য চরিত্র 'দেবসেনা'র ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান অনুষ্কা শেট্টি। পরিচালক রাজামৌলি এই ছবিটি এই ছবিটিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন বিভিন্ন ভাষায় মুক্তি পাওয়ার পর। আজ জন্মদিনে অনুষ্কা শেট্টিকে সেরা উপহারটা দিলেন প্রভাসের পরবর্তী ছবি 'রাধেশ্যাম'-র নির্মাতারা।
অনুষ্কা শেট্টির জন্মদিনেই জানা গেল ইউভি ক্রিয়েশনের পরবর্তী ছবিতে নায়িকার চরিত্রে থাকতে চলেছেন অনুষ্কা শেট্টি। 'মির্চি' এবং 'ভাগমতী' ছবি দুটির পর ইউভি ক্রিয়েশন প্রযোজনা সংস্থার সঙ্গে এটি তৃতীয় ছবি হতে চলেছে অনুষ্কা শেট্টির। আরও জানা যাচ্ছে এই ছবিটি পরিচালনা করতে চলেছেন মহেশ বাবু পি।
আরও পড়ুন - Bhagyashree Updates: কেন ছবির দুনিয়া থেকে বিরতি নিয়েছিলেন ভাগ্যশ্রী?
ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ এদিন নিজের টুইটার হ্যান্ডলে সুখবরটি শেয়ার করে লিখেছেন, 'রাধেশ্যাম ছবির নির্মাতারা অভিনেত্রী অনুষ্কা শেট্টির সঙ্গে তাদের নতুন ছবির ঘোষণা করল। অনুষ্কা শেট্টি, যিনি 'বাহুবলী' এবং 'বাহুবলী টু' দুটি ছবিতেই অসাধারণ অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। এবার ইউভি ক্রিয়েশনের পরবর্তী ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনও ছবির নাম ঠিক হয়নি। ছবিটি পরিচালনার দায়িত্বে থাকছেন মহেশ বাবু পি।'
তরণ আদর্শ আরও একটি টুইটে লেখেন, 'এর আগেও দুবার অনুষ্কা শেট্টির সঙ্গে কাজ করেছে ইউভি ক্রিয়েশন প্রযোজনা সংস্থা। এর আগে 'মির্চি' এবং 'ভাগমতী' ছবি দুটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অনুষ্কা শেট্টি। অভিনেত্রীর সঙ্গে প্রযোজনা সংস্থার এটা তৃতীয় ছবি হতে চলেছে। এই ছবিটিও বিভিন্ন ভাষায় তৈরি হবে। খুব শীঘ্রই শুরু হবে এই ছবি তৈরির কাজ।'
জন্মদিনে এমন সুখবর পেয়ে তা নিজের কু প্রোফাইলে অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অনুষ্কা শেট্টি নিজেও। তিনি লেখেন, 'জন্মদিনের সমস্ত শুভেচ্ছা এবং ভালোবাসা পাওয়ার পাশাপাশি কেকের উপর চেরির মতো সুখবরটা দিয়েছে ইউভি ক্রিয়েশন। অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমার পরবর্তী ছবির কথা। পরিচালক মহেশ বাবু পি-এর সঙ্গে পরবর্তী ছবিতে কাজ করতে চলেছি। এই ছবি প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন।'
<
>