নয়াদিল্লি: আন্তর্জাতিক কবাডির মঞ্চে ভারত-পাক মহারণ। আগামী বছর মার্চে কবাডিতে মুখোমুখি হতে চলেছে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। যদিও একটি ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হতে চলেছে এই ২ দেশ। লাহোরে ৪ দেশীয় টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগেই এই ম্যাচে খেলতে নামবে ২ দেশ। পাকিস্তান কবাডি ফেডারেশনের সচিব রানা মহম্মদ সরওয়ার বলেন, 'আমরা এক ঐতিহাসিক সময়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি। যেখানে ভারত ও পাকিস্তান ২ দেশই কবাডিতে মুখোমুখি হতে রাজি হয়েছে। কার্টারপুর করিডরে এই ম্যাচ খেলা হবে। ২ ফেডারেশনের মধ্যেই আলোচনা হয়েছে। ২ টো দেশের প্লেয়াররাই খেলার পর তাঁদের নিজেদের দেশে ফিরে যাবেন।' তিনি আরও বলেন, 'আগামী বছর মার্চের শেষে এই ম্যাচ আয়োজিত হতে পারে। কারণ এপ্রিলের দিকে আমরা একটি চার দলীয় টুর্নামেন্ট আয়োজন করতে চলেছি লাহোরে।'
ভারতের ক্রিকেট, ফুটবলের পাশাপাশি কবাডিও এখন বেশ জনপ্রিয়। তবে চলতি বছরে একটি কবাডি ম্যাচে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। চলতি বছরের শুরুতে তেলঙ্গানার সূর্যপেটে কবাডি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের অস্থায়ী গ্যালারি ভেঙে পড়ে আহত হয়েছিলেন শতাধিক ব্যক্তি। ৪৭-তম জাতীয় জুনিয়র কবাডি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে। সেখানে প্রায় দেড় হাজার জন হাজির ছিলেন বলে জানা গিয়েছে। সূর্যপেটে কবাডি প্রতিযোগিতার জন্য তিনটি অস্থায়ী গ্যালারি তৈরি করা হয়। প্রতিটি গ্যালারিতে ৫,০০০ জন করে দর্শকের বসার ব্যবস্থা করা হয়।
কিছুদিন আগেই ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র, দুই দেশের সৈন্যদের নিজেদের মধ্যে কাবাডি, সকার, ভলিবলের মতো বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে দেখা গিয়েছিল। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, আলাস্কায় চারটি মিশ্র দল ছিল। যার মধ্যে উভয় পক্ষের সৈন্যরাই ছিলেন। সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে একটি ভিডিও ক্লিপিংস শেয়ার করা হয়েছিল।
আরও পড়ুন: গাপ্টিল বনাম মুজিব, কেন বনাম রশিদ, আজ কেমন হতে পারে ২ দলের প্রথম একাদশ?