নয়াদিল্লি: প্রভাস ভক্তদের জন্য সুখবর! সামনে এল প্রভাসের ‘সাহো’-র পয়লা লুক। সঙ্গে জানানো হল ছবি মুক্তির দিন। ১৫ অগস্ট। ছবির মুখ্য চরিত্রে প্রভাস ও শ্রদ্ধা কপূর।

শ্রদ্ধা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন এই ছবির প্রথম পোস্টার। সঙ্গে উল্লেখ করেছেন রিলিজ ডেট।
ছবির পোস্টার নিয়ে ইতিমধ্যেই প্রভাস ভক্তদের মধ্যে উচ্ছ্বাস শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ‘লাইক’-এর সংখ্যা ক্রমেই বাড়ছে। সানগ্লাস, কালো লেদার জ্যাকেট, হালকা দাড়িতে প্রভাস মন কেড়ে নিয়েছেন সবসময়ের মতোই। পোস্টার মুক্তির পর থেকেই #Saaho ট্রেন্ডিং।




 

সোমবার প্রভাস ইনস্টাগ্রামে একটি ক্লিপ শেয়ার করে অনুরাগীদের উদ্দেশে লেখেন, ছোট্ট সারপ্রাইজের জন্য তৈরি থাকুন!

‘সাহো’ সম্পর্কে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। এর আগে ‘সাহো’র নির্মাতারা ‘শেডস অফ সাহো’ নামে দুটি ভিডিও ফিচার রিলিজ করে শ্রদ্ধা ও প্রভাসের জন্মদিনে। দুটি ক্লিপিং-এই আছে প্রচুর অ্যকশন! সাউন্ড এফেক্টও দুর্দান্ত।

‘সাহো’ ছবিতেই প্রথমবার জুটি বাঁধছেন প্রভাস-শ্রদ্ধা। তাঁরা ছাড়াও এই ছবিতে আছেন নীল নীতিন মুকেশ, জ্যাকি শ্রফ, মন্দিরা বেদি, মহেশ মঞ্জরেকর, চাঙ্কি পাণ্ডে প্রমুখ।