নয়াদিল্লি: প্রভাস (Prabhas) অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'সালার' (Salaar) মুক্তি পেল প্রেক্ষাগৃহে, আজ, শুক্রবার, ২২ ডিসেম্বর। Sacnilk.com প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই অ্যাকশন ড্রামা (action drama) ঘরানার ছবি মুক্তির আগেই ৪৮ কোটির টিকিট বিক্রি করে ফেলেছিল। প্রথম দিনেই টিকিটের অগ্রিম বুকিংয়ের পরিমাণ প্রায় ৪৮.৯৪ কোটি টাকা। ফলে সহজেই আন্দাজ করা যাচ্ছে যে, এই ছবির প্রথম দিনের আয় ছাপিয়ে যাবে 'ডাঙ্কি'র (Dunki) প্রথম দিনের ব্যবসাকে।
অগ্রিম বুকিংয়েই রেকর্ড 'সালার' ছবির
শুক্রবার মুক্তি পেয়েছে দক্ষিণী তারকা প্রভাসের 'সালার: পার্ট ১ - সিজফায়ার'। বক্স অফিস সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনের ১৬ হাজার ৫৯৩ শোয়ের প্রায় ১৭ লক্ষ টিকিট বিক্রি হয় অগ্রিম বুকিংয়েই। এর মধ্যে তেলুগু শোয়ের জন্যই ১৭ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। যার থেকে মোট আনুমানিক আয় প্রায় ৩৮.২৫ কোটি টাকা। ছবির মুক্তির আগে ২ লক্ষ টিকিট বিক্রি হয়েছে তামিল ও হিন্দি মিলিয়ে। এর থেকে তামিলে ব্যবসার পরিমাণ প্রায় ১.৯ কোটি টাকা, এবং হিন্দিতে ৫.৬২ কোটি টাকা।
প্রসঙ্গত, বড়দিনের আবহে বক্স অফিসে দুই তারকার ছবি যে একে অপরকে টক্কর দেবে বোঝাই যাচ্ছিল। গত কয়েকদিন ধরে ইন্ডাস্ট্রির অন্দর থেকে খবর মিলছিল যে শাহরুখ খানের 'ডাঙ্কি'র কারণে তার পর্যাপ্ত বা সমপরিমাণ হল পাচ্ছে না 'সালার'। বুধবার 'সালার' ছবির প্রযোজকেরা জানিয়ে দেন যে তাঁরা দক্ষিণে পিভিআর, আইনক্স বা মিরাজ সিনেমাসে নিজেদের ছবি প্রদর্শন করবেন না, কারণ তাঁদের অভিযোগ এই সমস্ত মাল্টিপ্লেক্স চেনগুলি 'ডাঙ্কি'কে বেশি প্রাধান্য দিচ্ছে। 'হোমবেল ফিল্মস'-এর তরফে এক প্রতিনিধি জানান যে ওই তিন জাতীয় মাল্টিপ্লেক্স চেন কথা দিয়েছিল দুই ছবিই 'সমপরিমাণ প্রদর্শনী'র সুযোগ পাবে, কিন্তু সেই কথা তারা রাখেননি বলে অভিযোগ।
সেন্ট্রাল বোর্ড অফ সার্টিফিকেশন প্রভাস অভিনীত ও প্রশান্ত নীল পরিচালিত 'সালার' যাওয়ার পর সেখান থেকে 'A' ছাড়পত্র দেওয়া হয় ২ ঘণ্টা ৫৫ মিনিট দীর্ঘ ছবিটিকে। 'কেজিএফ' খ্যাত পরিচালকের এই ছবি কন্নড় ও মলয়ালিতেও মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে। ছবিতে প্রভাস ও পৃথ্বীরাজ সুকুমারনকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নায়িকার চরিত্রে শ্রুতি হাসান। কাল্পনিক শহর খানসারের ওপর ভিত্তি করে তৈরি ছবিটি, দেবা ও ভর্দার গল্প বলবে।
বক্স অফিসে দুই তারকার লড়াইয়ে কার আয় বেশি হয় তা দেখার অপেক্ষায় সকলেই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।