কলকাতা: কালার্স বাংলার (Colors Bangla) অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ'-এ (Sohag Chand) প্রেমের হাওয়া। বিচ্ছেদের মাঝেও ভালবাসার আভাস! সোহাগ ও চাঁদ কি ফের কাছাকাছি আসতে চলেছে?
কোন দিকে মোড় নিতে চলেছে 'সোহাগ চাঁদ' ধারাবাহিকের গল্প?
বিচ্ছেদের (divorce) ছায়ার মাঝে প্রেমের আভাস 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে। ফের কি দ্বিতীয় সুযোগ পাবে সোহাগ ও চাঁদের প্রেমকাহিনি?
ধারাবাহিকের গল্পের ধারা হিসেবে সোহাগ ও চাঁদ তাদের বৈবাহিক জীবনে এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বিচ্ছেদের মুখে দাঁড়িয়ে তারা। আইনজীবীকে তারা বোঝাতে ব্যস্ত যে কেন আলাদা হতে চাইছে। কিন্তু যতই তারা বিচ্ছেদের একের পর এক কারণ বের করতে থাকে ততই নিজেদের কারণের সঙ্গে নিজেরাই লড়াই করে চলে। নিজেরাই নিজেদের একাধিক কারণকে নস্যাৎ করে চলেছে তারা। যার ফলে বিবাহবিচ্ছেদেও সমানে দেরি হয়ে চলেছে।
ইতিমধ্যেই সোহাগের স্বপ্নে মশগুল চাঁদ। কিছুতেই তার মাথা থেকে বেরোচ্ছে না সোহাগের ছবি, উল্টে যেন আরও জাঁকিয়ে বসছে সেইসব চিন্তাভাবনা। চাঁদের স্বপ্নে একেবারে রোম্যান্টিক মেজাজে হাজির হচ্ছে সোহাগ, প্রত্যেকবার। তার মনে পড়ে যাচ্ছে প্রথমবার যখন ভুল করেই একে অপরকে চুম্বন করেছিল তারা। এসবের ফলে চাঁদ এবার ভাবতে বসেছে যে সোহাগের প্রতি তাঁর দুর্বলতা কি তবে আরও গভীরে চলে যাচ্ছে? সে কি অত্যন্ত ভালবেসে ফেলেছে সোহাগকে?
এই মিশ্র আবেগ ও গোপন ইচ্ছার টানাপোড়েনে আটকে, চাঁদ কি আদৌ সিদ্ধান্ত নিয়ে পারবে যে আলাদা হয়ে নিজের নিজের পথ বেছে নেওয়াই উচিত নাকি ফের একবার সবকিছু মিটিয়ে সম্পর্ককে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত? কোন পথ বেছে নেবে চাঁদ? জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে প্রত্যেকদিন সন্ধ্যা ৭টায়, কালার্স বাংলায়, 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে।
'সোহাগ চাঁদ' ধারাবাহিকের গল্প এক ঝলকে
সোহাগ একজন 'প্লাস সাইজ' আদ্যন্ত রোম্যান্টিক মহিলা। সে ব্যাঙ্ক কর্মচারী। তাঁর চেহারার জন্য প্রায় ৩৪ জন পাত্র তাঁকে বাতিল করেছে। কিন্তু তথাকথিত 'নিখুঁত' মহিলা হয়ে উঠতে একেবারেই রাজি নয় সে। বলা ভাল, সে বিশেষ ভাবিতও নয় সেই বিষয়ে। সে বিশ্বাস করে যে একদিন সে নিজের 'প্রিন্স চার্মিং'কে খুঁজে পাবে যে তাঁকে তাঁর ভিতরের সৌন্দর্য্যের জন্য ভালবাসবে। অন্যদিকে চাঁদ 'ফিটনেস ফ্রিক'। সে নিজের একটা স্পোর্টস অ্যাকাডেমি খুলতে চায়। সে নিজের জন্য এমন একজন পাত্রী খুঁজছে যে সুন্দরী ও নিখুঁত, ভারী ওজনের একেবারেই নয়। যদিও সোহাগ ও চাঁদ ছোটবেলার বন্ধু ও প্রতিবেশী। গল্পের ফেরে তাঁদের শেষ পর্যন্ত বিয়ে হয়। এখন সেই বিয়েই বিচ্ছেদের দোরগোড়ায়। কী হবে সোহাগ ও চাঁদের সম্পর্কের ভবিষ্যৎ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।