কলকাতা:প্রভাসের আসন্ন ছবি 'সালার' নিয়ে দর্শকের উন্মাদনা ক্রমশই বাড়ছে। এরইমধ্য়ে ছবি মুক্তির তারিখ পিছিয়েছে একাধিকবার। আর এবার প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। বলিউডসূত্রের খবর, ৩৫০ কোটি টাকায় ইতিমধ্য়েই বিক্রি হয়ে গেছে এই ছবির সত্ত্ব। কন্নড়, হিন্দি, তামিল, তেলেগু এবং মালায়ালাম ভাষায় এই ছবিটি দেখতে পাবেন দর্শক।
নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে এই ছবি। পাঁচটি ভাষাতেই এখানে ছবিটি দেখতে পাবেন দর্শক। অন্য়দিকে স্টার টিভিও এই ছবির সত্ত্ব কিনেছে। পৃথক ভাবে কত টাকা জানা না গেলেও শোনা যাচ্ছে ৩৫০ কোটি টাকায় স্যাটেলাইট, ডিজিটাল এবং অডিও সত্ত্ব বিক্রি করা হয়েছে।
আরও পড়ুন...ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মাত্র ৩ দিনের মধ্যে প্রয়াত সাহেব চট্টোপাধ্যায়ের বোন
উল্লেখ্য়, প্রভাস (Prabhas) ও শ্রুতি হাসান (Shruti Hassan) অভিনীত 'সালার পার্ট ১: সিজফায়ার' (Salaar Part 1: Ceasefire) মুক্তি পাওয়ার কথা ছিল নভেম্বর মাসে। কিন্তু ফের পিছিয়ে দেওয়া হয়েছে সেই মুক্তির তারিখ। ছবির নির্মাতাদের তরফ থেকে ট্য়ুইট করে জানানো হয়েছে যে কিছু কারণের জন্য় ২৮ সেপ্টেম্বর মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত ৬ জুলাই প্রকাশ্যে আসে 'সালার' ছবির টিজার। তবে সেখানে দেখা যায়নি প্রভাসের মুখ। কেবল পাশ থেকে দেখা যায় ছবির নায়কের ঝলক। প্রায় ২ মিনিটের টিজারে পরিচালক ভীষণ সুন্দরভাবে তুলে ধরেছেন ছবির ভাবনাকে। সেখানে অবশ্য সিংহভাগ জুড়ে দেখা যায় বলিউডের বর্ষীয়ান অভিনেতা টিনু আনন্দকে। অ্যাকশন থাকলেও, প্রকাশ্যে আসেননি প্রভাস। সেই সময় অনেকেই মনে করেন, যে হয়তো প্রভাসের লুকে আরও কিছু চমক রয়েছে। সেটা ক্রমশ প্রকাশ্য। এই ছবিতে প্রভাস ছাড়াও দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারন (Prithviraj Sukumaran), শ্রুতি হাসান (Shruti Haasan) ও জগপতি বাবু (Jagapathi Babu)-কে।
যদিও প্রভাসের লুক প্রকাশ্যে না আসায় অনেকে আবার মনে করেন, 'আদিপুরুষ'-এর লুক নিয়ে যে বিপুল চর্চা হয়েছে, তারই ফলে এই সিদ্ধান্ত নিয়েছিলেন নির্মাতারা। সেই ছবির টিজার প্রকাশ্যে আসার পরেই বিরোধিতা শুরু হয়েছিল। তখন নির্মাতারা ছবির মুক্তি পিছিয়ে দিয়ে, গ্রাফিক্স নিয়ে কাজ করেছিলেন। তবে আটকানো যায়নি বিতর্ক। ছবি মুক্তির পরে চূড়ান্ত বিতর্কের মুখে পড়েছিল 'আদিপুরুষ'। অনেকেই মনে করছিলেন, বিতর্কের আঁচ না কমার ফলেই সম্ভবত প্রভাসের লুক আড়ালেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন