ভোপাল: বলিউড পরিচালক প্রকাশ ঝা-র শ্যুটিং সেটে হামলা চালানোর অভিযোগ উঠল বজরং দলের সদস্যদের বিরুদ্ধে। পরিচালকের গায়ে কালি ছেটানো, অভিনেতা ববি দেওলকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। মধ্যপ্রদেশের ভোপালে গতকাল ওয়েব সিরিজ আশ্রম থ্রি-র শ্যুটিং চলছিল।       


বজরং দলের দাবি, প্রকাশ ঝা-র ওয়েব সিরিজে হিন্দুত্বের অবমাননা হয়েছে। অভিযোগ, এরপরই সেটে হামলা চালায় তারা। ভোপালে শ্যুটিং করা যাবে না বলে হুমকি দেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বজরং দল। এফআইআর দায়ের করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।                


আরও পড়ুন, শাহরুখ-পুত্রকে ছাড়তে ২৫ কোটি চেয়েছে NCB আধিকারিকরা, মামলার অন্যতম সাক্ষীর মন্তব্যে বিতর্ক


ঠিক কী অভিযোগ?


জানা গিয়েছে, রবিবার ভোপালে আরেরা হিলস-এ 'আশ্রম থ্রি' সিরিজের শুটিং চলছিল। সেখানে হঠাৎই হাজির হয় বজরং দলের কর্মীরা। আচমকাই গাড়িতে ভাঙচুর চালাতে থাকেন, তাঁরা এমনটাই অভিযোগ। সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেতা ববি দেওলও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সেই সময়। শ্যুটিং স্পটে কেউ আহত না হলেও ঘটনায় আতঙ্কিত সকলেই।               


এদিকে এই ঘটনার পর পরই বজরং দলের প্রাদেশিক আহ্বায়ক সুশীল হুঁশিয়ারি দিয়েছেন যে প্রকাশ ঝা যদি সিরিজের নাম পরিবর্তন না করেন তাহলে তাঁরা শুটিং করতে দেবেন না। তিনি বলেন, "যদি ধারাবাহিকের নাম পরিবর্তন করা না হয়, তাহলে শুটিং করতে দেওয়া হবে না। শুধু তাই নয়, সিরিজটি মুক্তিও করতে দেওয়া হবে না। পরিচালক প্রকাশ ঝা ধর্মের অবমাননা করছেন। আশ্রম ঐতিহ্য আমাদের পরিচয়। যদি কোনো অপরাধ ঘটে থাকে কোনও আশ্রমকে নিয়ে তাহলে তার নাম নিয়েই একটি ছবি হোক। কিন্তু তার দায় আশ্রমের ওপর বর্তালে চলবে না।"