মুম্বই: মহম্মদ আলিকে নিয়ে ছবি করার কথা ভেবেছিল বলিউড। প্রবাদপ্রতিম বক্সারই শুধু নন, তাতে থাকতেন অমিতাভ বচ্চনও। শনিবার আলির মৃত্যুর পর সিনিয়র বচ্চন নিজেই জানালেন এ কথা। তিনি বলেছেন, বিখ্যাত পরিচালক প্রকাশ মেহরা এই ছবি করতে ইচ্ছুক ছিলেন। লস অ্যাঞ্জেলসে মহম্মদ আলির বাসভবনে তাঁর সঙ্গে দেখা করে এ ব্যাপারে কথাও বলেন তিনি। চেয়েছিলেন, বিগ বি-ও কাজ করুন সেই ছবিতে। কিন্তু যে কোনও কারণেই হোক, কথা আর এগোয়নি। বিশ্বের সর্বকালের সেরা বক্সার বলে স্বীকৃত মহম্মদ আলি ৩২ বছর ধরে পার্কিনসনস রোগে ভুগছিলেন। এদিন সকালে তাঁর মৃত্যু হয়।