কলকাতা: মুক্তির অপেক্ষায় 'অযোগ্য' (Ajogyo)। কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) পরিচালনায় এই ছবিতে জুটি বাঁধতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta)। বাংলা সিনে দুনিয়ার এই জনপ্রিয় জুটির একসঙ্গে এটি ৫০তম ছবি। সেখানেই এবার আরও এক চমক। একফ্রেমে একসঙ্গে দেখা যাবে রূপম ইসলাম (Rupam Islam), অনুপম রায় (Anupam Roy) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। 


একসঙ্গে একফ্রেমে প্রসেনজিৎ-রূপম-অনুপম, প্রকাশ্যে নতুন গান


একসঙ্গে একফ্রেমে প্রসেনজিৎ-রূপম-অনুপম, মুক্তি পেয়েছে 'অযোগ্য' ছবির নতুন গান 'অযোগ্য আমি'। ছবিতে এই গানের রক ভার্সনে কণ্ঠ দিয়েছেন রূপম ইসলাম। গোটা শহরজুড়ে ঘুরে ঘুরে এই গানের ভিডিও শ্যুট করেছেন তিনি তারকা। 


তিনজনে একসঙ্গে এর আগেও একাধিক কাজ করেছেন। তবে এবার এই প্রথম তিনজনকে একসঙ্গে এক মিউজিক ভিডিওয় ফ্রেম শেয়ার করতে দেখা গেল। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির 'অযোগ্য আমি' গানটি। কালো পোশাক, কালো রোদচশমায়, তিনজনেই নজর কেড়েছেন। 


'দৃষ্টিকোণ', 'অর্ধাঙ্গিনী'র পর ফের একবার সম্পর্কের জটিলতা নিয়ে অন্য ধরনের এক গল্প বলতে আসছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। দুই প্রধান চরিত্রে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। তাঁদের সঙ্গে গল্পের গতি বৃদ্ধিতে রয়েছেন অপর তারকা শিল্পী শিলাজিৎ মজুমদার। প্রেম, ভালবাসা, বন্ধুত্ব, অপূর্ণ সম্পর্কের মিশেলে তৈরি এই প্রেমের গল্প কী 'অযোগ্য' না যোগ্যভাবেই মন জয় করতে পারবে দর্শকের? সেই উত্তর অবশ্য মিলবে ৭ জুনের পর।


আরও পড়ুন: Raveena Tandon: রবিনা টন্ডনের বিরুদ্ধে 'মিথ্যা' অভিযোগ দায়ের, 'আশঙ্কাজনক ঘটনা', অভিনেত্রীর পাশে দাঁড়ালেন কঙ্গনা


ছবির ট্রেলারেই স্পষ্ট, ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত পর্ণা ও শিলাজিৎ মজুমদার অভিনীত রক্তিম স্বামী ও স্ত্রী। তাঁদের এক মেয়েও রয়েছে যাঁর একটি পা অচল। চাকরি চলে যাওয়া, সেই থেকে 'হাউজ হাজব্যান্ড' হয়ে থাকতে থাকতে অতিষ্ট রক্তিম কি বেছে নেবে আত্মহননের পথ? অন্যদিকে পর্ণা ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত প্রসেন যে ছোটবেলার সঙ্গী এবং তাঁদের যে অপূর্ণ প্রেমের সম্পর্ক দেখা যাবে, ট্রেলারে মিলেছে সেই ইঙ্গিতও। কীভাবে পর্ণার জীবনে ফিরে আসবে প্রসেন? রক্তিমের সঙ্গে কীভাবে গড়ে উঠবে তাঁর সম্পর্ক? কোন সাংঘাতিক খেলায় মাততে দেখা যাবে প্রসেনকে? সমস্ত উত্তর নিয়ে আসছে 'অযোগ্য', ৭ জুন, প্রেক্ষাগৃহে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।