মুম্বই: শিরোনামে রবিনা টন্ডন (Raveena Tandon)। মদ্যপ (drunk) অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালানো (rash driving) ও পথযাত্রীদের অসম্মান (assault) করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কিন্তু সত্যিই কি তাই ঘটেছে? মুম্বই পুলিশ রবিবারই পরিষ্কার করে জানিয়েছে যে এই মামলা সর্বৈব মিথ্যা। তাঁর পাশে দাঁড়িয়েছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। ঠিক কী ঘটেছে?


রবিনা টন্ডনের বিরুদ্ধে 'মিথ্যা' অভিযোগ, পাশে দাঁড়ালেন কঙ্গনা রানাউত


রবিবার মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে যে রবিনা টন্ডনের বিরুদ্ধে খার পুলিশ স্টেশনে যে মদ্যপ, বেপরোয়া গাড়ি চালনা ও অপমান করার যে অভিযোগ দায়ের করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা। অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পাপারাৎজি 'ভিরল ভয়ানি'র একটি পোস্টের স্ক্রিনশট পোস্ট করে লিখেছেন যে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে থানায় তা সম্পর্ণ মিথ্যা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা গিয়েছে যে রবিনার গাড়ি কাউকে আঘাত করেনি, এবং তিনি মদ্যপ ছিলেন না। 


মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে জোন ৯-এর ডেপুটি পুলিশ কমিশনার রাজতিলক রোশন জানান এই অভিযোগ মিথ্যা। তিনি বলেন, 'ভিডিওয় মিথ্যা অভিযোগ করেছেন অভিযোগকারিনী। আমরা সোসাইটির সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ চেক করেছি এবং জানতে পেরেছি যে অভিনেত্রীর গাড়ির চালক রাস্তা থেকে গাড়ি ঘোরাচ্ছিলেন যখন ওই রাস্তা পার করছিল এক পরিবার। তাঁরাই ওই গাড়িকে দাঁড় করান এবং চালককে বলেন যে গাড়ি ঘোরানোর সময় তাঁর দেখা উচিত ছিল পিছনে রাস্তায় লোকজন রয়েছেন এবং এর থেকেই তাঁদের মধ্যে ঝামেলার সূত্রপাত।' 


 






এরপর ঝামেলা বাড়তে থাকলে, রবিনা ঘটনাস্থলে হাজির হন এবং ভিড়ের হাত থেকে তাঁর চালককে বাঁচানোর চেষ্টা করেন। এরপর তাঁরা দু'জনেই খার থানায় যান অভিযোগ দায়ের করতে কিন্তু শেষ পর্যন্ত অভিযোগ তুলে নেন। পুলিশের তরফেই জানানো হয়েছে যে ঘটনায় কেউ আহত হননি। ওই গাড়ি কাউকে ধাক্কাও দেয়নি, অভিনেত্রী মত্তও ছিলেন না। 




আরও পড়ুন: 'Heeramandi' Season 2: ফিরবে 'হীরামাণ্ডি'র গল্প, চোখ ধাঁধানো 'ফ্ল্যাশ মব'-এ দ্বিতীয় সিজনের ঘোষণা সঞ্জল লীলা ভনশালীর


এই গোটা ঘটনায় অভিনেত্রী পাশে পেয়েছেন অভিনেত্রী ও বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতকে। এদিন ইনস্টাগ্রামে উদ্বেগ প্রকাশ করে কঙ্গনা লেখেন, 'রবিনা টন্ডন জির সঙ্গে যেটা হয়েছে সেটা খুবই আশঙ্কাজনক, যদি বিপক্ষ দলে আরও ৫-৬ জন মানুষ থাকতেন, তাহলে তো তাঁকে গণপিটুনির শিকার হতে হত, রাস্তায় এমন ধুন্ধুমার ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। ওই মানুষদের শাস্তি পাওয়া উচিত। এমন উদ্ধত ও বিষাক্ত আচরণ করে তাঁদের পার পেয়ে যাওয়া ঠিক নয়।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।