কলকাতা: স্বপ্নের রাত.. শ্বশুরবাড়িতে প্রথম রান্না। ব্যক্তিগত জীবনের যেন সেরা সময়টা উপভোগ করছেন অভিনেত্রী রকুলপ্রীত সিং (Rakul Preet Singh) এবং অভিনেতা প্রযোজক জ্যাকি ভাগনানি (Jackky Bhagnani)। বিয়ের সঙ্গীত থেকে শুরু করে প্রথমবার নতুন বাড়িতে রান্না করা, সোশ্যাল মিডিয়ায় জীবনের টুকরো টুকরো ছবিগুলি ভাগ করে নিচ্ছেন নববধূ। এক ঝলকে দেখে নেওয়া যাক, রকুল-জ্যাকির বিয়ের মুহূর্তদের... 


আজ সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন রকুলপ্রীত। বেজ ও সাদা-রুপোলি লেহঙ্গায় সেজেছিলেন রকুল। অন্যদিকে জ্যাকি পরেছিলেন ভারি কাজের গাঢ় নীল ব্লেজার। রকুলের এই পোশাক বানিয়েছেন ফাল্গুনী। বিয়ের প্রত্যেকদিনের অনুষ্ঠানের জন্য এক একজন ডিজাইনারকে বেছেছিলেন রকুলপ্রীত। তাঁর বিয়ের পোশাকও ছিল নজরকাড়া। সোশ্যাল মিডিয়ায় আজ রকুলপ্রীত শেয়ার করে সঙ্গীতের যে ছবি নিয়েছেন, সেখানে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। 


প্রসঙ্গত, রকুলপ্রীত শ্বশুরবাড়িতে গিয়ে পালন করেছেন 'চৌখা চারদানা'। নববধূকে পালন করতে হয় রীতি। শ্বশুরবাড়িতে গিয়ে প্রথমদিন তাঁকে কোনও মিষ্টি পদ রান্না করতে হয়। সোশ্যাল মিডিয়ায় সেই রান্নার ছবি শেয়ার করে নিয়েছেন রকুলপ্রীত। সেই ছবিতেই স্পষ্ট, সুজির হালুয়া তৈরি করেছেন তিনি। বোঝায় যায়, সমস্ত রীতিনীতি খুশিমনেই মানছেন রকুলপ্রীত। অভিনেত্রী নন... তিনি এখন নববধূই। 


সোশ্যাল মিডিয়ায় আরও একটি ছবি শেয়ার করে নিয়েছেন রকুলপ্রীত। সঙ্গে লিখেছেন, 'অযোধ্যার রামমন্দিরের থেকে এই প্রসাদম পেয়ে নিজেদের ধন্য বলে মনে করছি। আমাদের একসঙ্গে পথ চলা শুভ হোক।' রকুলপ্রীত ও জ্যাকির বিয়েতে আমন্ত্রিত ছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এবার, তাঁদের জন্য বিশেষ প্রসাদ পাঠানো হল অযোধ্যা থেকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিই খুশির সঙ্গে শেয়ার করে নিয়েছেন রকুলপ্রীত। 




বিয়ের দিন বলিউডের ট্রেন্ড মেনেই যেন ন্যুড রঙে সেজেছিলেন রকুলপ্রীত ও জ্যাকি। হালকা গোলাপি ও ক্রিম রঙের মিশেলে ভরাট কাজের একটি লেহঙ্গা পরেছিলেন অভিনেত্রী রকুলপ্রীত। নববধূর সঙ্গে পোশাকের রঙের মিল রেখে, অফ হোয়াইট শেরওয়ানিতে সেজেছিলেন জ্যাকি। তাঁর চোখে ছিল সানগ্লাস। ভরাট আনকাট হিরের গয়না পরেছিলেন রকুলপ্রীত। তাঁর হাতে ছিল গাঢ় মেহেন্দি। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে নিয়ে রকুলপ্রীত লিখেছিলেন,  'তুমি আমার.. এখন এবং চিরকালের।' সেইসঙ্গে তিনি উল্লেখ করে নিয়েছেন বিয়ের তারিখও।


 






আরও পড়ুন: Aneek Son Rice Ceremony: গায়ে হলুদ থেকে মুখেভাত, অনীক-পুত্রের অন্নপ্রাশনের মিষ্টি মুহূর্তরা