কলকাতা: আজ, অনুপম রায়ের (Anupam Roy) জন্মদিন। বিয়ের পরে এই বছরই প্রথম জন্মদিন অনুপমের। সদ্য সঙ্গীতশিল্পী প্রশ্মিতা পালের (Prashmita Paul) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। আর , জন্মদিনে, বরকে নিয়ে কী জানালেন প্রশ্মিতা? 


আজই প্রকাশ্যে এসেছে জনপ্রিয় রিয়্যালিটি শো 'দিদি নম্বর ওয়ান' (Didi No. One)-এর একটি বিশেষ এপিসোডের ক্লিপিংস। সেই এপিসোডে বন্ধুদের সঙ্গে হাজির হবেন জনপ্রিয় দিদিরা। আর সেই তালিকায় যেমন রয়েছেন চান্দ্রেয়ী ঘোষ (Chandreyee Ghosh), তেমনই রয়েছে প্রশ্মিতাও। আর রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee)-র প্রশ্নের উত্তরে যেমন উঠে আসে ব্যক্তিগত জীবনের কথা, তেমনই হল এই এপিসোডেও। মনের কথা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী থেকে শুরু করে সঙ্গীতশিল্পীরা। 


সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অনুপম ও প্রশ্মিতা। শো-এর মধ্যেই রচনা প্রশ্মিতাকে প্রশ্ন করেন, 'বর হিসেবে অনুপম কেমন?' হঠাৎ এই প্রশ্নে কিছুটা লজ্জাই পেয়ে যান সঙ্গীতশিল্পী। বান্ধবীর পিঠে মুখ লুকিয়ে হেসেও ফেলেন, তারপরে বলেন, 'পরের প্রশ্ন দিদি'। স্পষ্টতই, অনুপম ও তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চট্ করে মুখ খুলতে চান না প্রশ্মিতা। তাঁদের প্রেম কাজের সূত্র ধরেই। একসঙ্গে বহু কাজ করেছেন প্রশ্মিতা ও অনুপম। কাজের জগতে অনুম প্রশ্মিতার সিনিয়র। সুরের সূত্র ধরেই বন্ধুত্ব, তারপরে প্রেম। তবে সোশ্যাল মিডিয়ায় কখনোই নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা নন প্রশ্মিতা বা অনুপম কেউই। বরং নিজেদের কাজকেই তুলে ধরতে পছন্দ করেন তাঁরা। 


প্রসঙ্গত, আজ অনুপমের জন্মদিন। সদ্য ঢাকা থেকে অনুষ্ঠান করে ফিরেছেন অনুপম। আজকের দিনটা বরাবরই ছোট করে, বাড়িতেই উদযাপন করতে ভালবাসেন তিনি। এর আগেই এবিপি লাইভকে তিনি জানিয়েছিলেন, জন্মদিন মানেই মায়ের হাতের পায়েস। আজও তাঁর অন্যথা হয়নি। বাংলাদেশের অনুষ্ঠান মিটিয়ে জন্মদিনের আগেই বাড়ি ফিরেছেন অনুপম। আজকের দিনটা তিনি কাটিয়েছেন পরিবারের সঙ্গেই। 


 






আরও পড়ুন: Ayushmann Khurrana: আর্থিকভাবে স্বনির্ভর হতে চান চণ্ডীগড়ের রূপান্তরকামীরা, এগিয়ে এলেন আয়ুষ্মান


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।