কলকাতা: 'খাদান'-এর (Khadaan) সঙ্গে সঙ্গে মুক্তি পাচ্ছে তাঁর ছবিও। একেবারে অন্য ধারার ছবি বানিয়েছেন তিনি, কাস্টিংয়েও রয়েছে বড় চ্যালেঞ্জ। তার পরেও তাঁর মুখে 'খাদান' ছবির স্তুতি। সোশ্যাল মিডিয়ায় 'খাদান' নিয়ে পোস্ট করলেন পরিচালক প্রতীম ডি গুপ্ত (Pratim D. Gupta)। 'খাদান' যে বড় স্কেলের ছবি, তা তিনি মেনে নিয়েছেন, তবে পাশাপাশি আর্জি রেখেছেন একই দিনে মুক্তি পাওয়া তাঁর ছবি 'চালচিত্র' দেখারও।
২০ তারিখ অর্থাৎ আগামীকাল মুক্তি পাচ্ছে টোটা রায়চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, অনির্বাণ চক্রবর্তী, রাইমা সেনকে নিয়ে নতুন ছবি 'চালচিত্র'। একটি থ্রিলার গল্পে, একের পর এক সিরিয়াল কিলিংয়ের রহস্য উন্মোচন হবে এই গল্পে। অন্যদিকে 'খাদান' অ্যাকশন ছবি। রয়েছেন দেব (Dev) ও যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিয়ে প্রতীম লিখেছেন, 'এতদিন ধরে কারোও খুব একটা 'চালচিত্র' নিয়ে আগ্রহ বা উত্তেজনা ছিল না। ট্রেলার আসার পর থেকে ,বহু মানুষ 'খাদান' ছবিটির সঙ্গে ক্ল্যাশ নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে লিখছেন। আমি তাদের একটা ছোট্ট কথা বলতে চাই - খাদান ছবিটার দিকে আমরা সবাই তাকিয়ে আছি। ছবিটি হইহই করে চলুক, প্রচুর প্রচুর ব্যবসা করুক এটাই চাই। কমার্শিয়াল ছবি ইন্ডাস্ট্রির লাইফলাইন। গ্রহ বনবন করে ঘুরলে, উপগ্রহগুলো একটু নড়তে চড়তে পারে। আর আমি নিজে সুপারস্টার দেব-এর ভক্ত। যারা আমার আহারে মন ছবিটা দেখেননি, দেখবেন কিভাবে দেব-এর আরাধনা করা হয়েছে সেখানে। আমার নিজের ফার্স্ট ডে ফার্স্ট শো খাদান দেখার খুব ইচ্ছে। আপনারাও দেখুন এবং তারপর আরো একখান ছবি দেখার ইচ্ছে হলে, 'চালচিত্র' দেখুন। আমন্ত্রণ রইল।'
সোশ্যাল মিডিয়ায় এর আগেই প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন দেব। রাতের দিকে অবশ্য জানান, তিনি হল পেয়েছেন। চালু করা হয়েছে অগ্রিম বুকিংও। অন্যদিকে একসঙ্গে চারটি ছবি মুক্তি পাওয়ায় একাধিক ছবিই কম প্রেক্ষাগৃহ পেয়েছে। ইচ্ছা মতো শো-ও পায়নি। 'চালচিত্র'-র ক্ষেত্রেও ছবিটা একই রকম। তুলনামূলকভাবে অনেক কম শো পেয়েছে এই ছবি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।