মুম্বই: মদ্যপ অবস্থায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছিলেন অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়? এমনই তথ্য উঠে এসেছে মেডিক্যাল টেস্টে। ১৩৫ মিলিগ্রাম অ্যালকোহল পাওয়া গিয়েছে তাঁর রক্তে। অর্থাত, আত্মহত্যার দিন স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি মাত্রায় মদ্যপান করেছিলেন তিনি। এর প্রভাবেই আত্মহত্যার ঘটনা বলে মনে করা হচ্ছে।

 

প্রত্যুষা নিয়মিত মদ্যপান করতেন এবং ড্রাগ নিতেন বলে পুলিশের কাছে জানিয়েছেন তাঁর বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহ। সেটা মাঝেমধ্যেই সীমা ছাড়া বলেও জানান তিনি। রাহুল বলনে, প্রত্যুষার কাছের বন্ধু-বান্ধবরাও একথা জানত। তিনি জানান, আর্থিক সমস্যায় ভুগছিলেন প্রত্যুষা। এইচডিএফসি, কোটাক মাহিন্দ্রা, সিটি ব্যাঙ্ক থেকে প্রচুর টাকা ধার নিয়েছি নিয়েছিলেন প্রত্যুষা।
উল্লেখ্য, সম্প্রতি জেজে হাসপাতাল নিশ্চিত করে জানায়, গর্ভবতী ছিলেন প্রত্যুষা। গর্ভপাতের প্রক্রিয়াও শুরু করেছিলেন তিনি। এরই মধ্যে ১ এপ্রিল আত্মঘাতী হন তিনি।
প্রসঙ্গত, প্রত্যুষার আকস্মিক মৃত্যুর ঘটনায় রাহুলের দিকেই অভিযোগের আঙুল তুলছেন প্রত্যুষার পরিবার। তাঁদের দাবি, আত্মহত্যা নয়, খুন করা হয় প্রত্যুষাকে। রাহুলের সঙ্গে আরও একজনের সম্পর্ক ছিল বলে জানা যায়।