নয়াদিল্লি: দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে প্রত্যুষার, এমনই তথ্য উঠে এসেছে পোস্ট মর্টেমের প্রাথমিক রিপোর্টে।
ময়নাতদন্তে দেখা গিয়েছে, ‘অ্যাসফিক্সিয়া’ বা শ্বাসকষ্টজনিত কারণেই মৃত্যু হয়েছে তাঁর। গলার পাশে দড়ি বা ওই জাতীয় কিছুর চিহ্নও মিলেছে।
মুম্বই পুলিশ সূত্রে খবর, চিকিত্সকরা প্রাথমিক তদন্তে জানিয়েছেন, এটা আত্মহত্যার ঘটনাই। নেপথ্যে অন্য কোনও রহস্য খুঁজে পাননি তাঁরা। শ্বাস বন্ধ হয়েই মৃত্যু হয়েছে প্রত্যুষার। দেহে অক্সিজেনের অভাবে শ্বাস নিতে না পারার কারণেই মৃত্যু বলে উঠে এসেছে রিপোর্টে। গলায় দড়ি জাতীয় কিছুর দাগ-ও সেইরকমই ইঙ্গিত দিচ্ছে।
এরইমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। হয়। প্রত্যুষার বন্ধু রাহুল রাজকে আজ দীর্ঘক্ষণ জেরা করে পুলিশ
প্রত্যুষার মৃত্যুর পিছনে প্রেমঘটিত বিবাদ এবং আর্থিক দুর্বলতার কথা জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠরা। কেউ কেউ বলেছেন রাহুলের সঙ্গে প্রেমজনিত সমস্যার কারণে অবসাদ কিংবা আর্থিক দুর্বলতার কারণেই মৃত্যুর পথ বেছে নেন তিনি।
কিন্তু এই তত্ত্ব উড়িয়ে দিয়েছেন প্রত্যুষার সহ অভিনেতা কাম্য পাঞ্জাবি। তিনি বলেন, আর্থিক কারণ একেবারেই ঠিক নয়। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খুব সুখী ছিলেন না প্রত্যুষা। তাই বলে সেই কারণে নিজেকে শেষ করে দেওয়ার মতো কারণও ঘটেনি বলে দাবি কাম্যর।
পোস্ট মর্টেম রিপোর্ট: শ্বাস বন্ধ হয়ে মৃত্যু প্রত্যুষার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Apr 2016 03:47 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -