মুম্বই: গত বছরের ১ এপ্রিল নিজের অ্যাপার্টমেন্টেই আত্মহত্যা করেছিলেন জনপ্রিয় টিভি সিরিয়াল 'বালিকা বধূ' খ্যাত অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই তাঁর বান্ধবী কাম্য পঞ্জাবী দাবি করেছিলেন যে, মৃত্যুর মাস দেড়েক আগে আগেই ‘হম কুছ কহে না সকে’ নামে একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমার শ্যুটিং করেছিলেন প্রত্যুষা। সিনেমাটি প্রত্যুষার প্রথম মৃত্যুবার্ষিকীতে রিলিজ করবেন বলেও জানিয়েছেন কাম্য। তাঁর দাবি ছিল, প্রত্যুষার জীবন অবলম্বনেই এই সিনেমা। সিনেমার প্রোমোও রিলিজ করেছিলেন তিনি। কিন্তু বম্বে নগর দায়রা আদালতের নির্দেশে ওই সিনেমার মুক্তি আজ হচ্ছে না। আদালত শুক্রবার সিনেমার মুক্তির ওপর স্থগিতাদেশ জারি করেছে।সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানা গেছে।
দেখুন সিনেমার প্রোমো:১ এপ্রিল মুক্তি পাবে প্রয়াত অভিনেত্রী প্রত্যুষার শেষ শর্ট ফিল্ম
সিনেমার মুক্তি রুখতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রত্যুষার প্রাক্তন বয়ফ্রেন্ড অভিনেতা-প্রযোজক রাহুল রাজ সিংহ। রাহুলের আইনজীবীর যুক্তি, এই সিনেমা মুক্তি পেলে প্রত্যুষার মৃত্যু সংক্রান্ত মামলায় বিচারপতি ও জনমনে বিশেষ প্রভাব পড়বে। সিনেমায় রাহুলের চরিত্র নেতিবাচকভাবে দেখানো হয়েছে।
উল্লেখ্য, রাহলের বিরুদ্ধে প্রত্যুষাকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে মামলা চলছে। রাহুলের আইনজীবী আদালতে সিনেমার মুক্তিতে স্থগিতাদেশের আর্জি জানিয়ে পিটিশন দায়ের করেন। আদালত এই পিটিশনের শুনানি আজ হবে বলে জানিয়েছে। সিনেমার প্রযোজক ও কাম্যকে আজ শুনানিতে হাজির থাকার নির্দেশ দিয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আজ মুক্তি নয় প্রত্যুষার ‘শেষ’ শর্ট ফিল্মের, কাম্য পঞ্জাবিকে তলব আদালতের!
ABP Ananda, web desk
Updated at:
01 Apr 2017 11:39 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -