নয়াদিল্লি: নাম বিভ্রাটে পড়েছেন অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity G Zinta)। 'কল হো না হো' (Kal Ho Na Ho) অভিনেত্রীর নাম নাকি 'কেউ বা কোথাও' প্রীতম সিংহ জিন্টা ব্যবহার করা হয়েছে। তাই নিয়ে হাসতে হাসতে একটি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী। জানালেন তাঁর একটাই নাম, 'প্রীতি জিন্টা'। ক্যাপশনে কী লিখলেন?
প্রীতম সিংহ জিন্টা নয়, তাঁর নাম প্রীতি জিন্টা, ভিডিও পোস্ট করে পরিষ্কার করলেন অভিনেত্রী
বৃহস্পতিবার বিকেল নাগাদ নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী একটি ভিডিও পোস্ট করেন প্রীতি জিন্টা। সেখানেই তিনি স্পষ্ট উচ্চারণে পরিষ্কার করে দিলেন, যে তাঁর নাম প্রীতি জিন্টা, আরও একবার। তিনি এও জানান যে, চিরকালই তাঁর এই একটাই নাম থেকেছে। অবশ্য 'সোলজার' অভিনেতা তাঁকে মজার ছলে অন্য একটি নামে ডাকতেন, তাও জানান প্রীতি। অভিনেত্রীর দাবি, সেই থেকে লোকজন ভাবে সেটাই তাঁর আসল নাম।
১৯৯৮ সালে মুক্তি পায় 'সোলজার'। মুখ্য চরিত্রে অভিনয় করেন ববি দেওল (Bobby Deol), প্রীতি জিন্টা। সেই সময় সহ-অভিনেত্রীর সঙ্গে মশকরা করার জন্য তাঁকে প্রীতম সিংহ জিন্টা বলে ডাকতেন পর্দার আব্রার হক। আর সেই থেকেই নাকি অনেকেই মনে করেন, এটাই তাঁর আসল নাম। ফলে একাধিক স্থানে 'নাম বিপত্তি' ঘটেছে প্রীতির।
'আসল নাম' জানালেন প্রীতি
যে ভিডিও এদিন অভিনেত্রী পোস্ট করেন, তাতে তাঁকে বলতে শোনা যায়, 'সকলকে নমস্কার। আমি এসেছি আজ কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে প্রীতি জিন্টা আদৌ আমার আসল নাম কি না, না কি প্রীতম সিংহ জিন্টা আমার আসল নাম। তাই আমি পরিষ্কার করে দিতে চাই যে প্রীতম সিংহ জিন্টা কখনওই আমার নাম ছিল না। আমি জানি না এটা কীভাবে গুগল বা উইকিপিডিয়া পর্যন্ত পৌঁছে গেছে। আমার আসল নাম চিরকালই প্রীতি জিন্টা ও এখন আমি তার সঙ্গে 'জি' যোগ করেছি, গুডএনাফের G। কিন্তু যেহেতু এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই একটা G আমার জন্য 'গুড এনাফ'। তাই এখন আমি প্রীতি জি জিন্টা।'
একইসঙ্গে তিনি আরও বলেন, 'আমি নিশ্চিত করেছি যে G আমি নামের শেষে যোগ করিনি কারণ তাহলে সেটা হয়ে যেত প্রীতি জিন্টা জি। তাই আমার নাম প্রীতি জি জিন্টা। আশা করছি এবার পরিষ্কার হয়েছে। আমার নাম চিরকাল প্রীতি জিন্টা থেকেছে এবং যেখানে বা যাঁরা আমার নাম প্রীতম সিংহ জিন্টা বলছেন, আমি জানি না, এটা বানানো। আশা করছি সবটা পরিষ্কার হয়েছে। বাই।'
এই পোস্টের ক্যাপশনেই প্রীতি খোলসা করেন তাঁর 'প্রীতম সিংহ জিন্টা' নামের উৎপত্তি। তিনি লেখেন, 'বছরের পর বছর ধরে আমি একাধিক মিডিয়া আর্টিকলে পড়েছি যে আমি নাকি আমার নাম প্রীতম সিংহ জিন্টা থেকে বদলে প্রীতি জিন্টা করেছি। আমি একাধিকবার এই কথাটা বলেছি যে 'সোলজার' ছবির সেটে ববি দেওল আমাকে মজা করে প্রীতম সিংহ বলে ডাকতেন।' সেই সঙ্গে তিনি লেখেন, কেন এমন নাম দিয়েছিলেন অভিনেতা, তাঁকেই জিজ্ঞেস করে নিতে। তিনি আরও লেখেন, 'ছবিটি ব্লকবাস্টার হয়, আমাদের বন্ধুত্ব বাড়ে এবং সেই থেকে প্রীতম সিংহ নামটাও আমার সঙ্গে জুড়ে গেছে.... বাঁচাও। তাই শেষবারের মতো বন্ধুরা, প্রীতম সিংহ কোনওদিন আমার নাম ছিল না। চিরকালই প্রীতি আমার নাম। আশা করছি সবটাই আজ পরিষ্কার হল।'
প্রীতির এই পোস্টে অবশ্যই কমেন্ট করেছেন ববি দেওল। তিনি লেখেন, 'প্রীতম সিংহ নামটা তো আমি দিয়েছিলাম তোমাকে কারণ তোমাকে ওটা মানায়। কিন্তু দুঃখিত আমি বুঝিনি যে তাতে সাধারণ মানুষ এমন ভুল বুঝবে। তোমাকে খুব ভালবাসি আমার প্রীতম সিংহ।'
প্রীতি জিন্টা একাধিক হিট বলিউড ছবিতে অভিনয় করেছেন, যেমন 'হর দিল যো পেয়ার করেগা', 'চোরি চোরি চুপকে চুপকে', 'দিল নে জিসে অপনা কহাঁ', 'জান এ মন', 'হিরোজ', 'লক্ষ্য', 'কল হো না হো' প্রভৃতি। অভিনেত্রী জিন গুডএনাফকে বিয়ে করার পর থেকে লস অ্যাঞ্জেলসের বাসিন্দা। ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে হয়। ২০২১ সালে ১১ নভেম্বর, তাঁদের কোলে আসে যমজ সন্তান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।