মুম্বই: গতকালই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন যে, আগামী ২২ অক্টোবর থেকে ফের মহারাষ্ট্রে খুলে যেতে চলেছে সিনেমাহল। আর তারপরই নিজের আগামী ছবির ঘোষণা করেন পরিচালক রোহিত শেট্টি (Rohit Shetty)। জানিয়ে দেন যে দিপাবলীতেই আসতে চলেছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'সুর্যবংশম'। এদিকে শুধু 'সুর্যবংশম'ই নয়, বলিউডের একাধিক ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছে। আর মহারাষ্ট্রে সিনেমাহল খোলার ঘোষণার পরই একাদিক ছবির মুক্তির দিন ঘোষণা করে দিলেন পরিচালক প্রযোজকরা।
আরও পড়ুন - টুইটার ট্রেন্ডিংয়ে শেহনাজ গিল! কেন? আবার কী হল অভিনেত্রীর?
করোনা অতিমারির জেরে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমাহল। প্রায় এক বছর ধরে দর্শকরা সিনেমাহলে গিয়ে পছন্দের ছবি দেখতে যেতে পারেননি। একইরকমভাবে ছবি মুক্তির ক্ষেত্রে সেই সময়ে ওটিটি প্ল্যাটফর্মের উপরই ভরসা করতে হচ্ছিল পরিচালক প্রযোজকদের। যদিও বেশ কয়েকজন প্রযোজক এই পরিস্থিতিতে তাঁদের নিজেদের ছবির মুক্তি আটকে রেখেছিলেন কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তির সিদ্ধান্ত নেননি। প্রসঙ্গত, এখন অবশ্য় ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খোলার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু মহারাষ্ট্রে এখনও বন্ধ রয়েছে থিয়েটারগুলি। তাই আদিত্য চোপড়ার মতো অনেকেই নিজেদের ছবি মুক্তি আটকে রেখেছিলেন। গতকাল মহারাষ্ট্র সরকারের সিনেমাহল খোলার ঘোষণার পরই নিজেদের নিজেদের ছবির মুক্তির দিন ঘোষণা করলেন তাঁরা। ফলে ২২ অক্টোবর মহারাষ্ট্রে সিনেমাহল চালু হলেই মুক্তি পাবে বলিউডের একাধিক ছবি। তাহলে দেখে নেওয়া যাক কোন বলিউড ছবি কবে মুক্তি পেতে চলেছে।
যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে যে,
১. বান্টি অউর বাবলি ২ - মুক্তি পাবে আগামি ১৯ নভেম্বর। ছবিতে অভিনয় করেছেন রানি মুখোপাধ্যায়, সেফ আলি খান, সিদ্ধান্ত চতুর্বেদী এবং শর্বানী। ছবিটি পরিচালনা করেছেন বরুণ ভি শর্মা।
২. পৃথ্বীরাজ - মুক্তি পেতে চলেছে আগামি বছর ২১ জানুয়ারি। ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, মানুষী চিল্লার, সঞ্জয় দত্ত এবং সোনু সুদ। ছবিটি পরিচালনা করেছেন ড. চন্দ্রপ্রকাশ দ্বিবেদী।
আরও পড়ুন - 'মানিকে মাগে হিথে'-র ভোজপুরি ভার্সন শুনেছেন?
৩. জোয়েশভাই জোরদার - ছবিটি মুক্তি পাবে আগামি বছর ২৫ ফেব্রুয়ারি। ছবিতে অভিনয় করেছেন রণবীর সিংহ এবং শালিনী পান্ডে। ছবিটি পরিচালনা করেছেন পরিচালক দিব্যাং ঠাক্কর।
৪. শামশেরা - ছবিটি মুক্তি পাবে আগামি বছর ১৮ মার্চ। ছবিতে অভিনয় করেছেন রণবীর কপূর, বানী কপূর এবং সঞ্জয় দত্ত। ছবিটি পরিচালনা করেছেন কর্ণ মলহোত্র।
যশরাজ ফিল্মস ছাড়াও আমির খান প্রোডাকশনের পক্ষ থেকে মুক্তির দিন ঘোষণা করা হয়েছে 'লাল সিংহ চাড্ডা'র। ছবিটি মুক্তি পেতে চলেছে আগামি বছর ভ্যালেন্টাইন্স ডে-তে।
এছাড়াও রণবীর সিংহ জানিয়েছেন যে চলতি বছর বড়দিনেই আসতে চলেছে তাঁর আগামী ছবি 'এইট্টি থ্রি'।