নয়াদিল্লি: গত ৯ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় মুক্তি পায় ছবির টিজার। একটি গানের দৃশ্যে দুই কিশোর-কিশোরীর হৃদয়ের আদানপ্রদান, চোখের অভিব্যক্তি বিনিময়। আর সেই দেখে কার্যত ঘায়েল গোটা দেশের আট থেকে আশি সমস্ত পুরুষ। এবার নিশ্চয়ই বুঝেছেন আমরা প্রিয়া প্রকাশ বারিয়ার কথাই বলছি।
ভ্যালেন্টাইন্স ডে-তে সমস্ত টিভি চ্যানেল ও ওয়েব পোর্টালে চলে এই নয়া ইন্টারনেট সেনসেশনের সাক্ষাৎকার। তারমধ্যেই শোনা যায় যে গানের দৃশ্যে ক্ষণিকের উপস্থিতির জন্যে এত জনপ্রিয় প্রিয়া, সেখানে নাকি মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করা হয়েছে। প্রিয়ার বিরুদ্ধে হায়দরাবাদে দায়ের হয় এফআইআর। এবার সেই গান, ছবি, প্রিয়ার ভুরু নাচানো, সবকিছুর নেপথ্য কারিগর ছবির পরিচালক ওমর লুলুর থেকেই শুনে নেব আসল কাহিনী।
এতদিনে সবাই জানেন ওমর লুলুর ‘ওরু আদার লভ’-এর ‘মণিকিয়া মালারায়া পুভি’ গানের দৃশ্যই ভাইরাল হয়েছে। জুনে মুক্তি পাবে ছবিটি। প্রসঙ্গত, ছবি ঘিরে বিতর্কের কারণও পরিষ্কার করে দিয়েছেন পরিচালক লুলু। ছবির নামের মানে একটি অন্য ধরনের প্রেমের কাহিনী। যদিও ছবিতে মূলত ১৮ বছর বয়সি পাঁচটি ছেলে ও চারটি মেয়ে রয়েছে। এই বয়সে প্রেম, বন্ধুত্বের মানে কী, সেটাই বলা হলেও, চিত্রনাট্যে একথাও বলা হয়েছে আসল ভালবাসা কতটা দামি। ছবিতে অন্যধরনের প্রেমের গল্প বলা হয়েছে।
‘মণিকিয়া মালারায়া পুভি’ ভাইরাল হওয়া এই গানের মানে হল ‘পার্ল ফুল’, যা খুবই দামি। এই গানটি সাধারণত মালাবার এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষরা বিভিন্ন ধর্মীয় এবং শুভ অনুষ্ঠানে গেয়ে থাকেন। এই গানটি মূলত হজরত মহম্মদ এবং তাঁর স্ত্রী খাদিজার প্রেম কাহিনী নিয়েই তৈরি। পরিচালক এই গানটি শুনে বড় হয়েছেন। ১৯৭৮ সালে প্রথম গানটি লেখেন পিএমএ জব্বর এবং সুর দেন থ্যালাসেরি কে.রফিক। এরপর এই গানের সত্ত্ব কিনে নেন ওমর লুলু। বর্তমানে গানটি ফের নতুন করে সুর দিয়েছেন শান রহমান, কন্ঠ দিয়েছেন ভিনিত শ্রীনিবাসন। যেহেতু মালাবার অঞ্চলের মুসলিম লোকসঙ্গীত ফের নতুন করে এই ছবিতে গাওয়া হয়েছে, তাই বিতর্ক সেখান থেকেই শুরু। ওমর লুলুর কথায়, বিশ্বব্যাপী এই গান জনপ্রিয়তা পেলেও, কিছু প্রাচীনপন্থী মুসলিম সংগঠন এই গানের ব্যবহারের বিরোধিতা করছে। তাদের বক্তব্য, মুসলিম ধর্মের ধর্মগুরুর প্রেমের গান, একটি ছবিতে ‘লভ সঙ’ হিসেবে ব্যবহার করা ইসলাম ধর্মের কাছে অপমানজনক। তবে এই ভাবনার বাহক অতি ক্ষুদ্র, তাই সেবিষয়কে তেমন গুরুত্ব দিতে নারাজ ওমর।
প্রিয়ার জনপ্রিয়তা প্রসঙ্গে পরিচালকের মত, তিনি কিছুই ভেবে করেননি। কিন্তু ছবির তরুণ ব্রিগেডের নিঁখুত অভিনয় তাঁর ছবির গানকে মুক্তির আগেই এতটা জনপ্রিয় করে দিয়েছে, সঙ্গে ছবিকেও।
প্রিয়ার বিরুদ্ধে মামলা, যে গান, ছবি নিয়ে এত কাণ্ড, সেই সম্পর্কে জানুন পরিচালকের থেকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Feb 2018 02:45 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -