ইনি মালাইকা নন, হিনা, দেখুন বৃষ্টিভেজা নাচের ছবি
সব ছবি হিনার সোস্যাল মিডিয়া অ্যাকাউন্ট theofficialheena থেকে নেওয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রচুর লাইক পান।
হট পোশাকে জবরদস্ত পোজ দিতে জানেন।
এখন দেখার হিনা বলিউডে কবে পা রাখেন বা আদৌ রাখেন কিনা।
এইসব ছবি দেখে প্রথমে তাঁকে মালাইকা বলে ভুল করতে পারেন যে কেউ।
ইনস্টাগ্রামে হিনার প্রচুর ফলোয়ার।
হিনার সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টে যান, দেখবেন হট ছবিতে ভর্তি।
হিনা দক্ষিণের কয়েকটি ছবিতে আইটেম সং গেয়েছেন। সেজন্যই তাঁর সাউথের আইটেম গার্ল তকমা জুটেছে।
ভুল করে মালাইকা ভাবলেও অবাক হওয়ার কিছু নেই।
কী মনে হচ্ছে, মালাইকার সঙ্গে সাদৃশ্য আছে না?
সোস্যাল মিডি হিনা বিকিনি পরা ছবিও পোস্ট করেছেন।য়ায় সেই ছবিও পোস্ট করছেন। দিয়েছেন বৃষ্টিতে ভেজার কিছু ভিডিও।
হিনা সম্প্রতি মুম্বইয়ে বৃষ্টিতে খুব মজা করছেন, ছবি তুলছেন।
ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেই মালাইকার লুক অ্যালাইক এসে গিয়েছেন, যিনি হটনেসেও তাঁর সমান। তিনি দক্ষিণী সিনেমার অভিনেত্রী হিনা পাঞ্চাল।
মালাইকা অরোরাকে বলিউডে সবাই চেনে আইটেম গার্ল পরিচয়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -