মুম্বই: উইঙ্ক গার্ল প্রিয়া প্রকাশ বেরিয়ারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাঁকে তাঁ অরু আদার লভ সিনেমার নায়ক রোশন আব্দুল রউফের সঙ্গে দেখা গিয়েছে। ভিডিওতে প্রিয়াকে তাঁর দুবাই সফর নিয়ে কিছু প্রশ্ন করা হচ্ছে আর প্রিয়া তাঁর অভিজ্ঞতার ব্যাপারে জানিয়েছেন।
প্রিয়াকে বলতে শোনা গিয়েছে যে, এই অভিজ্ঞতা তাঁর কাছে একেবারেই নতুন। রউফও জানিয়েছেন, এই অভিজ্ঞতা তাঁরও এই প্রথম।
[embed]https://www.instagram.com/p/BkAWdB-AepK/?utm_source=ig_embed[/embed]
একটা ভিডিও-র দৌলতেই সারা দেশে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন প্রিয়া। সিনেমার একটি দৃশ্যে চোখের ইশারায় প্রেম বিনিময়ের দৃশ্য দর্শকদের মোহিত হয়ে গিয়েছিলেন।
ওই ভিডিও ভাইরাল হওয়ার পর ইন্সটাগ্রামে প্রিয়ার ফলোয়ারদের সংখ্যা এক লাফে প্রচুর বেড়ে যায়। তাঁর ফলোয়ারের সংখ্যা এখন ৬২ লক্ষেরর বেশি।
কেন দুবাইতে প্রিয়া প্রকাশ বেরিয়ার, সঙ্গে 'নায়ক' আব্দুল রউফ, ভিডিও ভাইরাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jun 2018 01:50 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -