একটি ছবির গানের দৃশ্যের মাধ্যমেই দেশজোড়া খ্যাতি অর্জন করেছেন প্রিয়া। ছবিটি ১৪ জুন মুক্তি পাওয়ার কথা। তারপর প্রিয়ার জনপ্রিয়তা বাড়বে বলেই মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। প্রেমপত্র দিলেন সহ-অভিনেতা রোশন, তারপর দেখুন প্রিয়া প্রকাশের প্রতিক্রিয়া
Web Desk, ABP Ananda | 29 Apr 2018 06:07 PM (IST)
নয়াদিল্লি: ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ওরু আদার লাভ’-খ্যাত প্রিয়া প্রকাশ ভারিয়ার ও রোশনের একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাচ্চা ছেলের হাত দিয়ে প্রিয়াকে প্রেমপত্র দিচ্ছেন রোশন। সেই চিঠি পড়ে প্রথমে হাসিতে ফেটে পড়েন প্রিয়া। তারপরেই দেখা যায় অবিকল ছবির দৃশ্যের মতো প্রতিক্রিয়া।