কলকাতা: 'জওয়ান' (Jawan) ছবিতে 'গার্লস গ্যাং' (Girls Gang) -এ অভিনয় করে নজর কেড়েছেন তিনি। লক্ষ্মীর চরিত্রে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী প্রিয়ামণি (Priyamani)। তবে তিনি কী থাকছেন 'জওয়ান'-এর দ্বিতীয় ভাগেও? সম্প্রতি অ্যাটলি (Atlee) পরিচালিত এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।


এই ছবিতে কাজ করা নিয়ে প্রিয়ামণি বলেছেন, 'এই ছবির আমার চরিত্রটা ছোট হলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই ছবিতে কিছু নারীরা তাঁদের অধিকারের জন্য একটা লড়ই করছে। চিত্রনাট্যকার এই চরিত্রটি এতটাই ভালভাবে লিখেছিলেন যে, আমি রাজি হয়েছিলাম এটার জন্য।' এই ছবিতে 'জিন্দা বান্দা' গানে শাহরুখের একেবারে পাশেই নাচ করতে দেখা গিয়েছে প্রিয়ামণিকে। 


'জওয়ান' ছবির সৌজন্যে ১০ বছর পরে শাহরুখের সঙ্গে কাজ করছেন প্রিয়ামণি। তিনি বলছেন, 'শাহরুখের সঙ্গে 'চেন্নাই এক্সপ্রেস' ছবির পরে 'জওয়ান'-এ কাজ করছি আবার। মাঝে ১০ বছরের বিরতি। এই ১০ বছর পরে যখন শাহরুখকে দেখলাম, ওঁর বয়স যেন অনেকটা কমে গিয়েছে। যেভাবে উনি প্রথমে পাঠান ও তারপরে জওয়ান-এর জন্য নিজেকে পরিবর্তন করেছেন, তা অভাবনীয়। '১ ২ ৩ ৪.. গেট অন দ্য ডান্স ফ্লোর', গানটার জন্য শাহরুখের সঙ্গে আমরা ৫ রাত শ্যুটিং করেছিলাম মাত্র। কিন্তু 'জওয়ান'-এর জন্য প্রায় ১২০ দিন একসঙ্গে কাজ করেছি আমরা। শাহরুখ সেই আগের মতোই বন্ধুত্বসূলভ আর দুর্দান্ত একটা মানুষ।'


অন্যদিকে, আরও একটি অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন প্রিয়ামণি। 'জিন্দা বান্দা' গানে নাচ করার সময় প্রিয়ামণির জায়গা ছিল পিছনে। রিহার্সালের সময় শাহরুখ লক্ষ করেন সবটা। তারপরে কোরিওগ্রাফারকে বলেন, প্রিয়ামণি চেন্নাই এক্সপ্রেসে আমার কোরিওগ্রাফার ছিল। ওর জায়গা হওয়া উচিত আমার একেবারে পাশে, পিছনে নয়। যাতে আমি স্টেপস ভুলে গেলে আমায় ধরিয়ে দিতে পারে।'


বক্সঅফিসে একের পর এক ছক্কা হাঁকাচ্ছে শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর 'জওয়ান' (Jawan)। আর ইতিমধ্যেই নাকি বিক্রি হয়ে গিয়েছে 'জওয়ান'-এর ওটিটি স্বত্ত্ব! মুক্তির ৫০ থেকে ৬০ দিনের মাথায় নাকি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'জওয়ান', তবে এখনও পর্যন্ত সঠিকভাবে কোনও একটি দিন ঘোষণা করা হয়নি। 


শোনা যাচ্ছে, ২৫০ কোটি টাকায় নেটফ্লিক্সে (Netflix)-এ বিক্রি হয়ে গিয়েছে 'জওয়ান'-এর স্বত্ব। কয়েকমাসের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'জওয়ান'। অন্যদিকে, বক্সঅফিসের দিকে নজর দিলে, ইতিমধ্যেই ৬০০ কোটির ক্লাবে ঢুকে গিয়েছে 'জওয়ান'। শাহরুখ-নয়নতারার এই ছবি বক্সঅফিসে নতুন নতুন রেকর্ড তৈরি করছে।


আরও পড়ুন: Jawaan OTT Release: বক্সঅফিসে ৬০০ কোটির ব্যবসা, ইতিমধ্যেই ওটিটিতে মুক্তি পাচ্ছে 'জওয়ান'!