কলকাতা: বক্সঅফিসে একের পর এক ছক্কা হাঁকাচ্ছে শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর 'জওয়ান' (Jawan)। আর ইতিমধ্যেই নাকি বিক্রি হয়ে গিয়েছে 'জওয়ান'-এর ওটিটি স্বত্ত্ব! মুক্তির ৫০ থেকে ৬০ দিনের মাথায় নাকি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'জওয়ান', তবে এখনও পর্যন্ত সঠিকভাবে কোনও একটি দিন ঘোষণা করা হয়নি। 


শোনা যাচ্ছে, ২৫০ কোটি টাকায় নেটফ্লিক্সে (Netflix)-এ বিক্রি হয়ে গিয়েছে 'জওয়ান'-এর স্বত্ব। কয়েকমাসের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'জওয়ান'। অন্যদিকে, বক্সঅফিসের দিকে নজর দিলে, ইতিমধ্যেই ৬০০ কোটির ক্লাবে ঢুকে গিয়েছে 'জওয়ান'। শাহরুখ-নয়নতারার এই ছবি বক্সঅফিসে নতুন নতুন রেকর্ড তৈরি করছে। 


'জওয়ান' ছবিতে শাহরুখ খান, নয়নতারা (Nayanthara), বিজয় সেতুপতি (Vijay Sethupathi) ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মলহোত্র, প্রিয়মণি, লেহর, আলিয়া কুরেশি প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। 


অন্যদিকে, 'জওয়ান'-এর জন্য ভালবাসার বন্যায় ভাসছেন শাহরুখ। সম্প্রতি 'এক্স'-এ এক শাহরুখ অনুরাগী, একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে এক ৮৫ বছর বয়সী বৃদ্ধা তাঁর প্রিয় অভিনেতা শাহরুখ খানের 'জওয়ান' দেখতে গেছেন প্রেক্ষাগৃহে। তিনি বাদশাহর কোনও ফিল্ম মিস করেন না। ফলে 'জওয়ান' মুক্তি পেতে নাতিকে অনুরোধ করেন তাঁকে প্রেক্ষাগৃহে নিয়ে যাওয়ার জন্য। তাঁকে ভিডিওয় বলতে শোনা যায়, 'আমি 'জওয়ান' দেখতে এসেছি। তোমরা তো আমাকে নিয়ে আসতে চাইছিলে না। কিন্তু আমি বললাম যে আমি তো যাবই। শাহরুখ খানের ছবি আমার খুব পছন্দ, আমার সব সিনেমা ভাল লাগে।' শেষে এও জানান যে 'জওয়ান' তাঁর বেশ ভাল লেগেছে।


এই ভিডিও আপলোড করা হয়েছে উদয়ন শুক্লা নামে এক নেটিজেনের হ্যান্ডল থেকে। তিনি লেখেন, 'প্রিয় শাহরুখ খান, আমার ৮৫ বছর বয়সী ঠাকুমা তোমার সবচেয়ে বড় ফ্যান, আমরা যাতে তাঁকে সিনেমাটা দেখতে নিয়ে যাই, সেই ব্যাপারে নিশ্চিত করেছে। ওঁর 'জওয়ান' খুব পছন্দ হয়েছে এবং উনি তোমাকেও খুব ভালবাসেন।'


এমন মিষ্টি ভিডিওর ঝটপট উত্তর দিতেও দেরি করেননি বাদশাহ। এই ভিডিও পুনরায় শেয়ার করে তিনি লেখেন, 'ঠাকুমাকে ধন্যবাদ... ওঁর জন্য অনেক ভালবাসা এবং আমি আশা করছি যেন ভবিষ্যতেও নিজের ফিল্ম দিয়ে ওঁর মুখে হাসি ফুটিয়ে যেতে পারি।'


আরও পড়ুন: Iman Chakraborty Birthday: জন্মদিনে সুখবর! ইমনের গলায় শোনা যাবে কালিকাপ্রসাদের অপ্রকাশিত লোকগীতি