মুম্বই: বয়স ৪০ পেরিয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ‘ছেঁইয়া-ছেঁইয়া’ গার্লের জনপ্রিয়তার গ্রাফ ক্রমেই উর্দ্ধগামী। তিনি জানেন, অনুরাগীদের চোখ কীভাবে আকর্ষিত করা যায়। সম্প্রতি মালাইকা ইনস্টাগ্রামে শেয়ার করলেন ১৮ বছর আগেকার ছবি। তাও আবার টপলেস! সমুদ্রতীরে নায়িকার স্বল্পবসনা ছবি স্বাভাবিক ভাবেই ভাইরাল হয়েছে মুহূর্তে।

কালো-সাদা ছবির আকর্ষণ এমনিতেই আলাদা। তারউপর সমুদ্রতট ও নায়িকার শরীরি ভাষা উষ্ণতা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
৪৫-এর মালাইকা জানেন, তাঁর হাওয়ার-গ্লাস চেহারা অনেক যুবতীর কাছেই অধরা স্বপ্ন। আজও তাঁর প্রতিটা ছবিই সোশ্যাল সাইটে অনায়াসে নজর কাড়ে। স্বাভাবিক ভাবেই কমবয়সি মালাইকার ছবিও ভাইরাল হয়েছে।