মুম্বই: মাস খানেক আগে নেট দুনিয়া তোলপাড় হয়ে যায় বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও নিক জোনাসের (Nick Jonas) সম্পর্কে ফাটলের গুঞ্জনে। শোনা যায় দুই তারকার বিবাহিত জীবনে ফাটল ধরেছে। গুঞ্জন আরও জোরাল হয় যখন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে নিকের 'জোনাস' পদবি সরিয়ে দেন অভিনেত্রী। অনেকেই মনে করতে শুরু করেন দক্ষিণী তারকা সামান্থা রথ প্রভুর মতো একইভাবে বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে শুরু করেছেন প্রিয়ঙ্কাও। গুঞ্জন রটে নিক-প্রিয়ঙ্কা দুজনেই নাকি খুব শীঘ্রই বিবাহবিচ্ছএদের ঘোষণা করবেন। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ফের একসঙ্গে ছবি শেয়ার করেন নিক-প্রিয়ঙ্কা। এবং বুঝিয়ে দেন ব্যক্তিগত জীবনে কোনও সমস্যাও হয়নি তাঁদের। কিন্তু তাহলে কেন আচমকা ইনস্টাগ্রাম থেকে 'জোনাস' পদবি সরিয়ে দেন প্রিয়ঙ্কা চোপড়া? অবশেষে সেই প্রসঙ্গে মুখ খুললেন।


আরও পড়ুন - Kriti Sanon Update: কীভাবে একসঙ্গে অনেকগুলো ছবির কাজ সামলান কৃতী শ্যানন?


সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা চোপড়া জানান যে, তারকা হওয়ার কারণে সারাক্ষণই তাঁর গতিবিধির দিকে মানুষের নজর থাকে। আর ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে জোনাস পদবি সরানো একেবারেই পেশাগত কারণে। এর পিছনে কোনও ব্যক্তিগত কারণ নেই। কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে নিকের পদবি সরানোর পর থেকে তাঁকে এবং তাঁর ব্যক্তিগত জীবনকে ঘিরে এতই বিতর্ক শুরু হয়, যা সামলাতে গিয়ে তাঁর হিমশিম অবস্থা হয়েছিল। তিনি আরও জানান, তিনি যখনই কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, সেই ছবির নেপথ্যে কী কী রয়েছে, সেগুলোই সবার আগে মানুষের নজরে পড়ে। কী বিষয়ে তিনি ছবি দিচ্ছেন সেগুলো নজর কাড়ে না। তাই সামান্য বিষয়গুলো নিয়েই শুরু হয়ে যায় অযাচিত জল্পনা। কেন তিনি ইনস্টাগ্রাম থেকে জোনাস পদবি সরিয়েছেন, এটা খুব বড় বিষয় না হলেও সেটা নিয়েই এত বিতর্ক আর চর্চা হওয়ার রীতিমতো বিষ্মিত প্রিয়ঙ্কা। সাক্ষাৎকারে তেমনটাই জানালেন অভিনেত্রী।




প্রসঙ্গত, বিবাহবিচ্ছেদের জল্পনার অবসান করে মাসখানেক আগেই তৃতীয় বিবাহবার্ষিকী উদযাপন করেছেন নিক-প্রিয়ঙ্কা। তাঁকে খুব শীঘ্রই দেখা যাবে ফারহান আখতারের 'জি লে জারা' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভট্টও।