মুম্বই:সৌন্দর্য্য, নৃত্য, রসবোধ এবং বর্তমানে নিক জোনাসের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনার শিরোনামে রয়েছেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড তথা বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। তাঁর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নজর কাড়ে। এরইমধ্যে তাঁর একটি পুরানো দিনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এল। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এটি একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানের ভিডিও। সেখানে প্রিয়ঙ্কাকে পারফর্ম করতে দেখা যাচ্ছে। পারফর্ম্যান্সের সময় দর্শকদের সারিতে বসে থাকা বিশিষ্ট বলিউড অভিনেত্রী রেখার সঙ্গে দারুণ সুন্দর নাচতে দেখা গিয়েছে প্রিয়ঙ্কাকে।
প্রিয়ঙ্কাকে কিশোর কুমারের ‘রফতা রফতা দেখো আঁখ মেরি’ গানে নাচতে দেখা গিয়েছে ভিডিওতে। প্রথমে কিছুটা ইতস্তত করেন রেখা। পরে প্রিয়ঙ্কার সঙ্গে নাচেন তিনি।
এই গান ১৯৭৩-এ মুক্তিপ্রাপ্ত ধর্মেন্দ্র ও রেখা অভিনীত ‘কহানি কিসমত কী’ সিনেমার।
সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করা ভিডিওটিতে প্রিয়ঙ্কাকে হুবহু ধর্মেন্দ্র মতো নাচতে দেখা গিয়েছে।