সলাম এ ইশক-এর ১০ বছর পর আবার ভারত-এ এক সঙ্গে দেখা যাবে সলমন ও প্রিয়ঙ্কাকে
ABP Ananda, Web Desk | 17 Apr 2018 10:45 AM (IST)
মুম্বই: পাক্কা ২ বছর পর ফের বলিউডে দেখা যাবে প্রিয়ঙ্কা চোপড়াকে। সলমন খানের ভারত ছবিতে কাজ করতে চলেছেন তিনি। হ্যাঁ, বহু জল্পনার পর অবশেষে হিন্দি ছবিতে ফের সই করেছেন প্রিয়ঙ্কা। মার্কিন টিভি সিরিজ কোয়ান্টিকো নিয়ে ব্যস্ত প্রিয়ঙ্কা নিয়মিত দেশে ফিরলেও বলিউডি ছবিতে কাজ করেননি দীর্ঘদিন। বলছিলেন, ভাল চিত্রনাট্য পাচ্ছেন না। অবশেষে সেই খরা কাটতে চলেছে। অপেক্ষায় থাকা অনুগামীরা আবার এ দেশের বড় পর্দায় দেখতে পাবেন তাঁকে। জুলাইতে ভারত-এর শ্যুটিং শুরু করবেন প্রিয়ঙ্কা। আপাতত তিনি তাঁর দ্বিতীয় হলিউডি ছবি দ্য কিড লাইক জ্যাক নিয়ে ব্যস্ত। ছবির ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। সলমন ও প্রিয়ঙ্কাকে শেষ দেখা গিয়েছে সলাম এ ইশক ছবিতে। সলমন অবশ্য ভারত-এর শ্যুটিং শুরু করে দিয়েছেন। পরিচালক আলি আব্বাস জাফর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শ্যুটিংয়ের প্রথম ছবি। [embed]https://www.instagram.com/p/BhoujL0BX23/?utm_source=ig_embed[/embed]