আগামী ৩১ জুলাই লস এঞ্জেলস-এ আয়োজিত হবে এই বর্ণাঢ্য অনুষ্ঠান। মিউজিক, ফিল্ম, টেলিভিশন, ফ্যাশন, কমেডি, ভিডিও গেমস্, স্পোর্টস্ প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রের সেরাদের সম্মান জানানো হবে এই অনুষ্ঠানে। 'কোয়ান্টিকো'-র জন্য ‘টিন চয়েস অ্যাওয়ার্ডস্’-এ মনোনীত প্রিয়ঙ্কা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Jun 2016 04:21 PM (IST)
নয়াদিল্লি: ‘কোয়ান্টিকো’-এ অনবদ্য অভিনয়ের জন্য ইতিমধ্যেই ‘পিওপলস্ চয়েস অ্যাওয়ার্ড ২০১৬’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বলিউড দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া। এবার ‘কোয়ান্টিকো’র জন্যই ‘টিন চয়েস অ্যাওয়ার্ডস্ ২০১৬’-এ চূড়ান্ত পর্বে মনোনীত করা হয়েছে তাঁকে। টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রিয়ঙ্কা।