মুম্বই: গত ১৪ ফেব্রুয়ারি বলিউড অভিনেত্রীর কাছে বিশেষ দিন। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে। এই দিনটিতেই ২০ বছর আগে বিশ্বসুন্দরীর শিরোপা উঠেছিল প্রিয়ঙ্কার মাথায়। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন তিনি। এই দিনটির কথা স্মরণ করে 'দেশি গার্ল' সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট করেছেন। মিস ওয়ার্ল্ডের খেতাব জয়ের ছবি অনুরাগীদের কাছে শেয়ার করেছেন প্রিয়ঙ্কা। ক্যাপশনে লেখেন, ১৮ বছর বয়সে মিস ওয়ার্ল্ড হয়েছিলাম। সালটা ছিল ২০০০। মনে হচ্ছে যেন, এই সেদিনের কথা। আমার স্বপ্ন সফল হয়েছিল। এখন ২০ বছর পর স্থিতাবস্থা বদলের উত্সাহ আগের মতোই অটুট। আমি যা কিছু করেই তার মূলে রয়েছে এই মানসিকতা। আমার বিশ্বাস করি যে, প্রাপ্য সুযোগ পেলে মহিলাদের মধ্যে বদল আনার শক্তি রয়েছে।




প্রিয়ঙ্কার বয়স এখন ৩৮। স্বামী নিক জোনাসের চেয়ে ১০ বছরের বড় তিনি। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় আরও একটি ছবি সামনে এসেছে। এতে রয়েছে দুটি ছবি। একদিকে, মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পর ঝলমলে প্রিয়ঙ্কা, অন্যদিকে রয়েছে নিকের ২০০০ সালের ছবি। ওই সময় নিকের বয়স ছিল ৮, প্রিয়ঙ্কা ১৮। ছবির ক্যাপশনে লেখা, তখন কে জানত এই ছেলেটি প্রাক্তন মিস ওয়ার্ল্ড তথা বলিউড অভিনেত্রীর সঙ্গে ডেট করবে!




প্রিয়ঙ্কা ও নিকের বয়সের ব্যবধান নিয়ে কম চর্চা হয়নি। কিন্তু এই তারকা জুটি সমস্ত নেতিবাচক ধারণাকে তুড়ি মেরে সমাজকে প্রেম সম্পর্কে ইতিবাচক বার্তা দিয়েছেন।