নারীবাদ মানে পুরুষদের খাটো করে দেখা নয়: প্রিয়ঙ্কা
বলিউড থেকে পা বাড়িয়েছেন হলিউডে। যথেষ্ট সাফল্যের সঙ্গে কাজ করছেন তিনি। তিনি মনে করেন, নারীবাদ মানে এটা নয় যে, নিজেদের পুরুষদের থেকে বড় করে দেখা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিনি নারীবাদী, তবে এর অর্থ এই নয় যে পুরুষদের খাটো নজরে দেখতে হবে বা তাদের ঘৃণা করতে হবে। এমনই মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া।
প্রিয়ঙ্কা বলেছেন, নারীবাদ হল যে সিদ্ধান্ত আমি নিই তার ভিত্তিতে যাচাই না করে আমাকে সমান সুযোগ দেওয়া হোক। যেমন স্বাধীনতা পুরুষদের বহুকাল ধরে রয়েছে। প্রিয়ঙ্কা বলেছেন, নারীবাদে পুরুষদের প্রয়োজন রয়েছে।
প্রিয়ঙ্কা বলেছেন, আমার এমন অনেক বন্ধু রয়েছে, যারা বলে যে, আমরা নারীবাদী নই। আমার এটা বোধগম্য হয় না। নারীবাদের প্রয়োজন রয়েছে, কারণ, মহিলাদের সমান অধিকার ছিল না। এ জন্যই পুরুষবাদ নেই। কারণ, তাদের কাছে এই অধিকার সর্বদাই রয়েছে।
কোয়ান্টিকো তারকা বলেছেন, যখন কেউ নিজেকে নারীবাদী বলতে নারাজ হলে তখন তাঁর খুব আশ্চর্য লাগে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -