নতুন বছরের আগে বরফের দেশে নিক-প্রিয়ঙ্কা, দেখে নিন ছুটি কাটানোর মুহূর্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Dec 2019 01:00 PM (IST)
1
নিক প্রিয়ঙ্কার ক্রিসমাসের সন্ধ্যা।
2
সেই পার্টির ছবি ও শেয়ার করেছেন নিক-প্রিয়ঙ্কা।
3
এর আগে অন্য জায়গায় ক্রিসমাস উৎযাপন করেছেন নিক-প্রিয়ঙ্কা।
4
তবে ছবি দেখেই বোঝা যাচ্ছে সবার সঙ্গে সময় উপভোগ করছেন এই যুগল।
5
তবে ঠিক কোথায় ছুটি কাটাতে গিয়েছেন এই যুগল তা এখন ও জানা যায়নি।
6
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রিয়ঙ্কা শেয়ার করেছেন তাঁদের ছুটি যাপনের কিছু ছবি।
7
আসছে নতুন বছর। ২০২০ কে আহ্বান করতে বরফের দেশে পৌঁছে গিয়েছেন নিক-প্রিয়ঙ্কা। সঙ্গে গিয়েছেন তাঁদের পরিবারও।