মুম্বই: মানুষের বিপদে পাশে দাঁড়ানো যেন তাঁর নেশা। কখনও পরিযায়ী শ্রমিকদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন তো কখনও তরুণীর অস্ত্রোপচারের খরচ জুগিয়েছেন। আবার কখনও কৃষক দম্পতিকে ট্রাক্টর কিনে দিয়েছেন। এমন উদাহরণ ভুরি ভুরি। নিঃস্বার্থ ভাবে উপকার করার এই মানসিকতার স্বীকৃতি পেলেন সোনু সুদ। রাষ্ট্রপুঞ্জের এসডিজি স্পেশাল হিউমেনিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন তিনি।
করোনার জন্য এবার সরাসরি পুরস্কার প্রদানের আয়োজন করা সম্ভব হয়নি। ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে সোমবার সন্ধ্যায় এই পুরস্কার পান সোনু। অ্যাঞ্জেলিনা জোলি, ডেভিড বেকহাম, লিওনার্ডো দি ক্যাপরিওদের ক্লাবের সদস্য হলেন তিনি। নিকোল কিডম্যান, প্রিয়ঙ্কা চোপড়ার-সহ আরও বেশ কয়েকজন ব্যক্তিত্ব রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন বিভাগের সম্মানে সম্মানিত হয়েছেন।



এই পুরস্কার পেয়ে স্বাভাবিকভাবে খুশি অভিনেতা। সোনু বলেছেন, এটি একটি বিরল সম্মান।রাষ্ট্রপুঞ্জের এই স্বীকৃতি খুবই বিশেষ। দেশের মানুষের জন্য আমি যেটুকু করতে পেরেছি, সেজন্য আমার কোনও প্রত্যাশা ছিল না। এই স্বীকৃতি ও পুরস্কার পেয়ে খুব সম্মানিত বোধ করছি, ভাল লাগছে। স্থায়ী উন্নয়নের লক্ষ্যে রাষ্ট্রপুঞ্জের কর্মকাণ্ডকে আমি সম্পূর্ণভাবে সমর্থন করি। ২০৩০ সালের মধ্যে রাষ্ট্রপুঞ্জ তার লক্ষ্য পূরণ করতে পারুক এই চাই।
সোনুকে অভিনন্দন জানিয়ে অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার ট্যুইট ’’অভিনন্দন সোনু সুদ। এত ভাল! তুমি ইশ্বরের কাজ চালিয়ে যাও। এ ধরনের কাজ দেখলেই অনুপ্রাণিত হওয়ার মতো। তুমি যা করেছ সেজন্য ধন্যবাদ।‘‘
প্রিয়ঙ্কাকে সোনুর পাল্টা ট্যুইট , এই অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ। লক্ষ লক্ষ মানুষের কাছে আপনি এক অনুপ্রেরণা। আমিও তাদের একজন। এ ভাবে গোটা বিশ্বকে অনুপ্রাণিত করতে থাকুন। আপনি আসল হিরো। অনেক ভালবাসা রইল।‘‘
এর আগে দেশের নানা মহলে প্রশংসিত হয়েছেন সনু। এবার মানুষের জন্য তাঁর এই উপকারী মনোভাব সমাদৃত হল আন্তর্জাতিক ক্ষেত্রেও।