প্যারিস: তীব্র শব্দে কেঁপে উঠল ফ্রান্সের রাজধানী প্যারিস ও সংলগ্ন শহরতলি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা প্রবল শব্দে বাড়িঘর কেঁপে ওঠে। শহর ও শহরের বাইরের প্রচুর মানুষ সেই শব্দ শুনতে পেয়েছেন বলে খবর।
তবে কীসের শব্দ, তা শুরুতে নির্দিষ্ট করে জানা যায়নি। অনেকে আশঙ্কা করেছিলেন, বড়সড় কোনও বিস্ফোরণ হয়েছে। যদিও কোনও আগুন বা ধোঁয়া দেখা যায়নি। পরে পুলিশের তরফে জানানো হয়েছে যে, সুপারসনিক যুদ্ধবিমান ভূপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়ে যাওয়ার জন্য এই শব্দ হয়েছে। ফরাসি পুলিশের তরফে এক বিবৃতিতে বলা হয়, ‘এটা কোনও বিস্ফোরণ নয়, সুপারসনিক জেটপ্লেন উড়ে যাওয়ার শব্দ।’
বিস্ফোরণ না সুপারসনিক জেট? ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠল প্যারিস ও সংলগ্ন শহরতলি, আতঙ্কিত বাসিন্দারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Sep 2020 04:18 PM (IST)
ফরাসি পুলিশের তরফে এক বিবৃতিতে বলা হয়, ‘এটা কোনও বিস্ফোরণ নয়, সুপারসনিক জেটপ্লেন উড়ে যাওয়ার শব্দ।’
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -