মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাপ করার সময় শর্ট ড্রেস পরে, পায়ের ওপর পা তুলে বসে বিতর্কে জড়িয়েছিলেন। আর এবার সেই জার্মানিতেই হলোকাস্ট মেমোরিয়ালের ভেতর সেলফি তুলে নতুন বিতর্কে প্রিয়ঙ্কা চোপড়া। টুইটারে হইচই শুরু হতে সেই টুইট অবশ্য ডিলিট করেছেন তিনি।

হিটলারের আমলে প্রাণ হারানো ৬০ লক্ষ ইহুদির স্মৃতিতে বার্লিনে গড়ে তোলা হয় হলোকাস্ট মেমোরিয়াল। সেখানেই প্রিয়ঙ্কা গিয়েছিলেন ভাই সিদ্ধার্থের সঙ্গে। সেখানেই ভাইয়ের সঙ্গে সেলফি তুলে টুইটারে পোস্ট করেন তিনি।

এখন ঘটনা হল, হলোকাস্টের ভয়াবহতার স্মৃতিতে ওই মেমোরিয়ালে ছবি তুলতে নিষেধ করা হয় পর্যটকদের। যদিও প্রায় কেউই কান দেন না তাতে। কিন্তু টুইটারে ওই ছবি প্রিয়ঙ্কা পোস্ট করতেই হইচই শুরু হয়।











পরে অবশ্য ওই টুইট ডিলিট করে দেন তিনি।

এই প্রথম অবশ্য নয়, এর আগেও প্রিয়ঙ্কার বিরুদ্ধে সংবেদনশীলতার অভাবের অভিযোগ ওঠে। এক পত্রিকার কভার পেজে তাঁর যে ছবি বার হয় তাতে রিফিউজি, ইমিগ্র্যান্ট ও আউটসাইডার কেটে বাদ দেওয়া ছিল, শুধু জ্বলজ্বল করছিল ট্র্যাভেলার। সে জন্যও পরে ক্ষমা চেয়ে নেন তিনি।