মুম্বই: আগে ছিলেন দেশি গার্ল। আর এখন আন্তর্জাতিক তারকা। চড় চড় করে দর আকাশ ছুঁয়েছে প্রিয়ঙ্কা চোপড়ার। বড় বড় বলি তারকারা গোটা একটা ছবি করতে যে টাকা দাবি করেন, সেই টাকা তিনি চাইছেন মঞ্চে এক মিনিটের পারফরম্যান্সে। মিনিট পিছু কোটি টাকা!
১৯ তারিখ একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রিয়ঙ্কাকে মিনিটপাঁচেক নাচার কথা বলা হয়। সে জন্য তিনি আয়োজকদের থেকে চেয়েছেন ৫ কোটি টাকা। দর এতটা বেড়ে যাওয়ায় বহু অনুষ্ঠানের আয়োজক প্রিয়ঙ্কার সঙ্গে যোগাযোগ করতে চেয়েও পিছিয়ে এসেছেন বলে খবর।
তবে এবার যে আয়োজকদের সঙ্গে তাঁর মিনিটে ১ কোটি টাকার কথা হয়েছে, তাঁরা রাজি ওই পাহাড়প্রমাণ টাকা দিতে। এই মুহূর্তে কোয়ান্টিকোর শ্যুটিংয়ে নিউ ইয়র্কে প্রিয়ঙ্কা। শিগগিরই দেশে ফিরে ওই অনুষ্ঠানের জন্য তিনি রিহার্সাল শুরু করবেন।
মঞ্চে পারফর্ম করতে প্রিয়ঙ্কা কত চাইছেন জানেন? মিনিটে ১ কোটি!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Dec 2017 09:47 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -