লস অ্যাঞ্জেলস: একদিন আগেই প্রিয়ঙ্কা চোপড়া জানিয়েছিলেন, বিয়ে করার ইচ্ছে আছে তাঁর।
আর এবার প্রিয়ঙ্কা স্বীকার করলেন, তাঁর আর মার্কিন গায়ক নিক জোনাসের সম্পর্কের কথা। এক পত্রিকা তাঁকে এ ব্যাপারে প্রশ্ন করে, জানতে চায় দিনকয়েক আগে তাঁদের ভারত সফর নিয়েও। জবাবে প্রিয়ঙ্কা বলেন, তাঁরা একে অপরকে জানছেন। নিকের এটা দারুণ অভিজ্ঞতা, তাই তিনি বলেছেন তাঁকে। তাঁর ধারণা, নিক এই সম্পর্ক উপভোগ করছেন।
গোয়ায় আকাশ অম্বানি ও শ্লোকা মেহতার আশীর্বাদের অনুষ্ঠানে নিককে নিয়ে গিয়েছিলেন প্রিয়ঙ্কা। তা নিয়ে তিনি বলেন, ওই অনুষ্ঠানে তাঁকে খুব সুন্দর দেখাচ্ছিল। নিকও দারুণ সময় কাটান। প্রিয়ঙ্কার মনে হয়, তাঁর গোটা জীবনটাই দাঁড়িয়ে রয়েছে সফরের ওপর। প্রতি ২ সপ্তাহ অন্তর অন্তর ভিন্ন ভিন্ন বিমানে সফর করতে হয় তাঁকে। তাঁর পরিবার সঙ্গে যায়, বন্ধুরা থাকেন। কিন্তু এটা তাঁর পক্ষে অস্বাভাবিক কিছু নয়, বরং একেবারে স্বাভাবিক।
সোনালি বোসের ছবি দ্য স্কাই ইজ পিঙ্ক-এর শ্যুটিং শিগগিরই শুরু করবেন প্রিয়ঙ্কা। ছবির নায়ক হিসেবে থাকবেন ফারহান আখতার।
নিক জোনাসকে ডেট করছেন তিনি, অবশেষে স্বীকার করলেন প্রিয়ঙ্কা
ABP Ananda, Web Desk
Updated at:
15 Jul 2018 01:23 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -