২০১৬-১৭-তে বলিউড-হলিউড মিলিয়ে আয় ৬৪ কোটি টাকা, তাও রোজগারে দীপিকার চেয়ে পিছিয়ে প্রিয়ঙ্কা
হলিউড যাত্রায় আর্থিক দিক থেকে লাভবানই হয়েছেন প্রিয়ঙ্কা। ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০১৬-র ১ জুন থেকে ২০১৭-র ১ জুন পর্যন্ত তাঁর আয় হয়েছে ৬৪ কোটি টাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফোর্বসের রিপোর্ট অনুযায়ী, প্রিয়ঙ্কার আয়ের মূল উত্স তাঁর এবিসি শো, কোয়ান্টিকো। এই শোয়ের এখন তৃতীয় পর্ব শুরু হয়েছে। এই স্পাই ড্রামার জন্য প্রতি মরশুমে প্রিয়ঙ্কার আয় ৩০ লক্ষ ডলার।
‘বেওয়াচ’-এর মাধ্যমে হলিউডের বড় পর্দায় অভিষেক ঘটেছে প্রিয়ঙ্কার।
গত বছর প্রযোজক হিসেবে তাঁর অভিষেক হয়েছে। মরাঠি সিনেমা ভেন্টিলেটর প্রযোজনা করেছেন প্রিয়ঙ্কা।
বলিউডের পাশাপাশি হলিউডেও জমি শক্ত করেছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া।এজন্য তাঁর রোজগারও যে বেড়েছে, তা বলাই বাহুল্য। গত ২০১৬-১৭ অর্থবর্ষে তাঁর আয় ১০ মিলিয়ন ডলার।অর্থাত্ ৬৪ কোটি টাকা। কিন্তু এরপরও আয়ের নিরিখে দীপিকা পাড়ুকোনের চেয়ে পিছিয়ে রয়েছেন তিনি। উল্লেখিত সময়ে দীপিকার আয় ছিল ১১ মিলিয়ন ডলার।
গ্ল্যামার ম্যাগাজিনকে গত এপ্রিলে দেওয়া সাক্ষাত্কারে প্রিয়ঙ্কা বলেছেন, বলিউড বা ভারতীয় অভিনেতারা যেমন সাধারণত হয়ে থাকেন, তিনি তেমনটা হতে চান না। একটু অন্য ধরনের হয়ে ওঠাই তাঁর পছন্দ।
গত অর্থবর্ষে বলিউডের সবচেয়ে বেশি আয়ের তারকাদের তালিকায় সপ্তম স্থানে ছিলেন প্রিয়ঙ্কা। ৩৮ মিলিয়ন রোজগার নিয়ে তালিকায় প্রথম স্থানে শাহরুখ খান।
প্রিয়ঙ্কার আয়ের অর্ধেকই এসেছে এনডোর্সমেন্ট চুক্তি থেকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -