কলকাতা: গত বছর ১ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবন প্রাসাদে বিয়ে করেন প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে তাঁরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন একে অপরকে।

নিক লিখেছেন, এক বছর আগে আমরা বলেছিলাম সারা জীবনের জন্য... সারা জীবন যথেষ্ট নয়। আমি তোমাকে হৃদয় দিয়ে ভালবাসি @প্রিয়ঙ্কাচোপড়া, শুভ বিবাহবার্ষিকী।


প্রিয়ঙ্কা লিখেছেন, আমার শপথ, তখন, আজ। তুমি আমাকে খুশি, আনন্দ, পরিমিতিবোধ, উত্তেজনা, প্যাশন এনে দিয়েছ.. সবই এক মুহূর্তে.. আমাকে খুঁজে পাওয়ার জন্য তোমায় ধন্যবাদ। শুভ প্রথম বিবাহবার্ষিকী.. @নিকজোনাস। দেখুন তাঁর পোস্ট (ছবির বাঁ দিকে ক্লিক করুন)


প্রিয়ঙ্কা এখন দিল্লিতে, দ্য হোয়াইট টাইগার ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। নিক তাঁর দুই ভাই কেভিন ও জো জোনাসের সঙ্গে সফলভাবে শেষ করেছেন হ্যাপিনেস বিগিনস সফর।