এরইমধ্যে প্রিয়ঙ্কার বাড়িতে পুরোহিতও পৌঁছে গিয়েছেন। পুরোহিতের সঙ্গে সঙ্গে দেশি গার্লের অতিথিরাও আসতে শুরু করেছেন। কিছুক্ষণ আগেই ট্রাডিশনাল পোশাকে প্রিয়ঙ্কার বাড়িতে পৌঁছেছেন তাঁর বোন পরিণীতি চোপড়া।
এরইমধ্যে নিক ও প্রিয়ঙ্কার একটি সুন্দর ছবিও সামনে এসেছে। ছবির পিছনের দেওয়ালে খোদাই করা রয়েছে ইংরেজি অক্ষর N ও P। দুজনকেই ঐতিহ্যবাহী পোশাকে দেখা গিয়েছে। প্রিয়ঙ্কার পরনে হলুদ রঙা স্যুট আর নিক পরেছেন সাদা রঙের কুর্তা পাজামা। এই প্রথম নিককে এই পোশাকে দেখা গেল।
জানা গেছে, বাড়িতে প্রিয়ঙ্কা ও নিকের জন্য বিশেষ পুজোর আয়োজন করা হবে। এরপর কিছু রীতি-রেওয়াজের পর হবে মধ্যাহ্নভোজ। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মধ্যাহ্নভোজের মেনুতে থাকছে পঞ্জাবি পদ। এ ধরনের ছবি ও ভিডিও সামনে আসার পর অনুরাগীরা নিক ও প্রিয়ঙ্কার বাগদানের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, প্রিয়ঙ্কা ও নিকের রোকা প্রথা শুরু হয়ে গিয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মা-বাবার সঙ্গে মুম্বই বিমানবন্দরে পৌঁছন নিক। সেখানে তাঁদের নিতে আসেন স্বয়ং প্রিয়ঙ্কা। সেথান থেকে তাঁরা প্রিয়ঙ্কার জুহুর বাংলোর দিকে রওনা হয়ে যান।