নয়াদিল্লি: বিধ্বংসী বন্যায় বিপর্যস্ত কেরলের কোচির আলুভায় এক আসন্নপ্রসবাকে উদ্ধার করল ভারতীয় নৌসেনা। ২৫ বছরের সাজিথা জাবিলের সন্তান প্রসবের খুব বেশি দেরী ছিল না। তার ওপর অ্যামনিয়োটিক থলি ফেটে গিয়ে বিপদ আরও বাড়ে ওই তরুণীর। নৌসেনা ওই মহিলাকে আকাশপথে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়। কোচির সঞ্জীবনীতে নৌবাহিনীর হাসপাতালেই ভর্তি করা হয় ওই তরুণীকে। সেখানে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। মা ও সদ্যোজাত উভয়েই সুস্থ বলে জানানো রয়েছে।
বাড়ির ছাদ থেকে ওই তরুণীকে উদ্ধারের আগে তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে নৌসেনা এক চিকিত্সককে সেখানে নামায়। নৌসেনার পক্ষ থেকে ওই উদ্ধার অভিযানের ভিডিও এবং তরুণী ও তাঁর সদ্যোজাত সন্তানের ছবি প্রকাশ করা হয়েছে।