মুম্বই: এখন বিয়ের মরশুম। বলিউড থেকে ক্রিকেট জগতের তারকারা একের পর এক সাত পাকে বাঁধা পড়ছেন। সদ্যই গাঁটছড়া বাঁধলেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। এবার আরও একটা হাইপ্রোফাইল বিয়ে কী হতে চলেছে? এমনই একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে।

সম্প্রতি একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে বলিউড ডিভা প্রিয়ঙ্কা চোপড়া তাঁর বিয়ে নিয়ে খোলাখুলি কথা বলেছেন। জানিয়েছেন, বিয়ে করার জন্য উপযুক্ত পাত্র খুঁজছেন তিনি। বিয়ের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে প্রিয়ঙ্কা বলেছেন, বিয়েটা পরিকল্পনা করে হয় না। নিজের জন্য উপযুক্ত ব্যক্তিকে খোঁজার প্রয়োজন। সঠিক পাত্র পেলে খুব তাড়াতাড়িই বিয়েটা সেরে ফেলব।